শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

কাপ্তাইয়ে সিএনজি ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ চরমে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কাপ্তাইয়ে সিএনজি ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ চরমে

রাঙামাটির কাপ্তাই-লিচুবাগান এবং কাপ্তাই-আসামবস্তী সড়কে অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশা চলাচল রোববার সকাল ৬টা থেকে বন্ধ রয়েছে। ফলে উভয় সড়কে সিএনজি করে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। এ সময় অফিসগামী কর্মকর্তা, কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ জনগণকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।

জানা গেছে, কাপ্তাই সিএনজি সমিতির সদস্য মামুন এবং ফারুককে আসামবস্তী সড়কে দুর্বৃত্তরা আহত করে। এর প্রতিবাদে রাঙামাটি জেলা সিএনজি চালক সমিতির নির্দেশনা মোতাবেক এই ধর্মঘট পালিত হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দিদারুল আলম।

এদিকে রোববার সকাল ৯টায় কাপ্তাই রেশম বাগান পুলিশ চেকপোস্টে গিয়ে দেখা যায়, কেপিএম চালক সমিতির সদস্যরা সেখানে অবস্থান নিয়ে সিএনজি চালিত অটোরিকশা চলাচলে বাধা প্রদান করছেন।

এ সময় বড়ইছড়ি সিএনজি চালিত অটোরিকশা চালক সমিতির সভাপতি আমির হোসেন ও চালক বাবলু মলিস্নক জানান, 'আসামবস্তী সড়কসহ রাঙামাটিতে আমাদের সদস্যদের পাহাড়ি সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর জখম করেছেন। আমরা এর বিচার না পাওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাব। আমরা এর বিচার চাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে