বিডিআর সদস্যদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে ৭ জেলায় মানববন্ধন
প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
চাকরি পুনঃবহাল ও কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে ৭ জেলায় মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, ভোলা জানান, চাকরি পুনঃবহাল ও কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তিসহ ৯ দফা দাবিতে ভোলায় পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছেন চাকরিচু্যত বিডিআর সদস্যরা। রোববার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি করা হয়। শতাধিকেরও বেশি চাকরিচু্যত বিডিআর সদস্য এতে অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
বিডিআর সদস্যরা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রম্নয়ারি শেখ হাসিনার সরকারের নীল নকশার অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে পিলখানা হত্যাকান্ড সংগঠিত হয়। এ হত্যাকান্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের মৃতু্য হয়। আরপিলখানার হত্যাকান্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে ১৮ হাজার ৫২০ জন বিডিআর সদস্যকে চাকরিচু্যতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টার কাছে পিলখানার সংঘটিত সুপরিকল্পিত হত্যাকান্ডকে তথাকথিক বিদ্রোহ সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হত্যাকান্ড হিসেবে আখ্যায়িত করতে হবে। এবং চাকরিচু্যত সব পদবির বিডিআর সদস্যকে সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনঃবহাল করাসহ ৯ দফা দাবি পূরণ করতে হবে।
এ সময় ব্যক্তব্য রাখেন চাকরিচু্যত বিডিআর সদস্য সাইফুল আলম, ফারুক মাসুম, সুমন কুমার দে, বশির প্রমুখ।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে নেওয়ার প্রক্রিয়াধীন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ১৪ শিক্ষকের দীর্ঘ ৫০ মাসের বকেয়া বেতন-ভাতা প্রদান এবং দ্রম্নত রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার ইনস্টিটিউটের সামনে ওই মানববন্ধন পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, শিক্ষক পরিষদের সভাপতি মাহাবুল আলম, মেকানিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর আব্দুর রহমান, টেলিকমিউনিকেশন বিভাগের ইন্সট্রাক্টর সুমন খান, সিভিল বিভাগের ইন্সট্রাক্টর আব্দুলস্নাহ মাহমুদ, ইলেকট্রনিক্স বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর দুর্গারাণী, কনস্ট্রাকশন বিভাগের জুনিয়র ইন্সপেক্টর সুজন সরকার প্রমুখ।
লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি। রোববার লক্ষ্ণীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তারা অবিলম্বে জাতীয় পাটির চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হুদা আপলু, যুগ্ম সম্পাদক রাকিব হোসেন, জেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটিতে সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। রোববার পৌর এলাকার অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয়রা, মাদ্রাসার শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় তারা পৌর এলাকার কাঠেরপুল থেকে অনুরাগ বাজার খেয়াঘাট পর্যন্ত সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রম্নত সময়ে সড়ক মেরামত করার জন্য পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বশির উদ্দিন, স্থানীয় বাসিন্দা এস.এম টুলু, এফ.এইচ রিভান, মো. হানিফ মলিস্নক, সমাজকর্মী বালী তাইফুর রহমান, মো. শাওন হাওলাদার প্রমুখ।
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চিলমারীতে ফুলকলি মেরিট কেয়ার স্কুলের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের ওপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা হামলাকারী মাসুদগংয়ের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার না করায় চরম ক্ষোভ প্রকাশ করেন। এতে বক্তব্য রাখেন আহত শিক্ষার্থীর বাবা রাজু মিয়া, মা স্বপ্না বেগম, শিক্ষার্থী সালমান সরকার আপন, আরাফাত জামান প্রমুখ।
চিলমারী থানার ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, অভিযোগ পত্রটি আদালতে পাঠানো হয়েছে। আদালত থেকে মামলা গ্রহণের অনুমতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিরল (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরলের আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন আলীর পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল করা হয়েছে। রোববার ইউনিয়ন পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সমাজসেবক মিজানুর রহমান, এম এ রাসেল, ইউপি সদস্য মোস্তাক হোসেন রবি, ইউপি সদস্য নিজামুল ইসলাম, তৈমুর আলী, ছাত্র নাসিম, শাহরিয়ার আলম, সবুজ, সজিব, গণ্যমান্য ব্যক্তি সাত্তার আলী প্রমুখ।
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের নাজিরপুরে উপজেলা এলজিইডি অধিদপ্তরের প্রকৌশলী জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে ঠিকাদারি কাজে অনিয়ম, ঘুষ দুর্নীতি ও সাংবাদিকদের হত্যার হুমকির অভিযোগ এনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে প্রকৌশলীকে চাকরি থেকে বরখাস্তসহ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রোববার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারকে মাধ্যমে করে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, মিল্টন মাঝি, শহীদুল ইসলাম খান, চঞ্চল খান প্রমুখ।