সিরাত সম্মেলন
ম ময়মনসিংহ বু্যরো
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। মহানগর আমির মাওলানা কামরুল এহসান এমরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, জেলা নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, মহানগর সাংগঠনিক সম্পাদক আল-হেলাল তালুকদারসহ স্থানীয় নেতারা।
পরিচিতি সভা
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গোৎসব পালনে প্রতিটি পূজামন্ডপে প্রস্তুতি চলছে। এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা ও নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আনোয়ারা সদর মা কমিউনিস্ট সেন্টারে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সাগর মিত্রের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলেস্নাল সেন, অজিত নাথ, রুপেশ সরকার, হরিপদ চৌধুরী বাবুল, বিএনপি নেতা মোজাম্মেল হক, নুর আলী, সাংবাদিক এম আনোয়ারুল হক, মোজাম্মেল হক, তাপস বল।
সমাবেশ অনুষ্ঠিত
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মাধবদী সতি প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় স্কুলের অডিটরিয়াম হলে সমাবেশে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সজল চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. শেখ ফরিদ, মো. হাবিবুর রহমান, মো. আবু দাউদ, রাইমা রহমান দিপ্তী, মো. মোশাররফ হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. ইব্রাহিম, তোফায়েল আহমেদ লিটন ও মনোয়ার হোসেন।
সৌজন্য সাক্ষাৎ
ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুর থানায় যোগদানকৃত নবাগত ওসির আমন্ত্রণে বিশ্বম্ভরপুর প্রেস ক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিশ্বম্ভরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ মো. কাউসার আলমের আমন্ত্রণে থানার অফিস কক্ষে উপজেলা প্রেস ক্লাব ও স্থানীয় সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন বিশ্বম্ভরপুর প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সদস্য নুরুল ইসলাম, সিলেট বিভাগীয় প্রেস ক্লাব সদস্য শুকুর আলী প্রমুখ।
মাদ্রাসার ভবন উদ্বোধন
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে উত্তর দরিখামার এতিমখানা, লিলস্নাহ্ বোডিং ও একাডেমিক মাদ্রাসার ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে মাদ্রাসা চত্বরে ফিতা কেটে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এজেডএম মেনহাজুল হক। অনুষ্ঠানে জমিরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমানের সঞ্চালনায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কাওছার আহম্মেদের সভাপতিত্বে ছিলেন মোহতামিম হাফেজ মাও. মো. মশিউর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাফেজ উদ্দীন, মোস্তাফিজার রহমান, বিশিষ্ট ঠিকাদার ও টাইলস মিস্ত্রি আলী হোসেন, মো. সাজ্জাদ হোসেন, মো. সাদ্দাম হোসেন, রেজাউল করিম, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেষ হলো ময়মনসিংহ ক্লাস্টার-৬ সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বিষয়ক 'যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ। স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় ও আস্থা প্রকল্পের আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর খালেদ এহতেশাম, মনিটরিং অফিসার অনন্যা জ্যোতি, জেলা সমন্বয়কারী সাবিনা ইয়াছমিন, মাঠ কর্মকর্তা ঝলক সরকার। প্রশিক্ষণে দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নের যুব ফোরামের ৩০ জন সদস্য অংশগ্রহণ করে। শুক্রবার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করেন জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও জেলা নাগরিক ফোরাম'র সদস্য দীপক সরকার।
সভা অনুষ্ঠিত
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র চাইল্ড সেইফটি নেট প্রকল্পের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উখিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কক্সবাজার এসিও'র সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিশিক। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার চাইল্ড সেফটি নেট প্রজেক্টের ম্যানেজার ফ্রান্সিস মন্ডল। চাইল্ড সেফটি নেট প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর ছোটন বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন।
কৃষি উপকরণ বিতরণ
ম বাকৃবি প্রতিনিধি
বন্যাদুর্গত অঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রায় ২৫০ কৃষকদের মধ্যে ধানের চারা ও সার বিতরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পরিচালিত এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশ। শনিবার দুপুর ১২টায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরহাসানে ও কুমিলস্নার দেবিদ্বারে একই সময় কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় ছিলেন বাকৃবির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আর- রাফি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিকুর রহমান, ড. ইমরান খান চৌধুরী, ঢাকা ব্যাংকের সিনিয়র সহ-সভাপতি মো. কাতেবুর রহমান।
পরীক্ষা অনুষ্ঠিত
ম দিনাজপুর প্রতিনিধি
'বেকারত্ব নিরশনে ও আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে'- এই সেস্নাগানকে সামনে রেখে চলমান কার্যক্রমের আওতায় শনিবার দিনাজপুর ইকবাল হাই স্কুলের ক্লাস রুমে বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও অগ্রগতি কেন্দ্রের প্রশিক্ষণার্থী পলস্নী চিকিৎসকদের নিয়ে লিখিত ও ব্যবহারিক চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা গ্রহণের সময় ছিলেন সংস্থার ডা. হালিমা বেগম সাদিয়া, ডা. সাখাওয়াত হোসেন রনি, ডা. কুরবান আলী, মার্কেটিং অফিসার সুকদী হৃদয় ও অফিস সহকারী মো. হিরাসহ কর্মচারীরা।
সমাবেশ অনুষ্ঠিত
ম দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় আদর্শ শিক্ষক ফেডারেশন দামুড়হুদা উপজেলার শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সভায় উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা রফিকুল ইসলাম জিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী আইনজীবী মো. রুহুল আমিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের।
কর্মী সমাবেশ
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভা ছাত্রদলের সিনিয়র সদস্য আরিফুল ইসলাম আরিফ। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ সিরাজুল ইসলাম। পৌরসভা ছাত্রদল নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ।
মতবিনিময় সভা
ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি
আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বামুনিয়া কাচারি বাজারের সার্বজনীন দুর্গামন্ডপ প্রাঙ্গণে সভায় প্রধান অতিথি ছিলেন বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান। বামুনিয়া কাচারি বাজারের সার্বজনীন দুর্গামন্ডপের সভাপতি হরিহর চন্দ্র রায়ের সভাপতিত্বে ছিলেন বামুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, মনোরঞ্জন রায়, ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির শাহজাহান খন্দকার দুলু, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ধীরেন্দ্র নাথ রায়।
হাজী সম্মেলন
ম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হিজবুল আরাফাত, ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে ১৯তম হাজী সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী সরকারি কলেজ অডিটরিয়ামে হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ তৈয়ব আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, থানা ওসি রুহুল আমিন।
সভা অনুষ্ঠিত
ম সুজানগর (পাবনা) প্রতিনিধি
সুজানগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযমের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর থানা শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনার সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযমের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর থানার সভাপতি ইউনুস আলী হেলালের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক যুবনেতা মাওলানা মুহা. ওমর ফারুক। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুজানগর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন।
প্রীতি সমাবেশ
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে ছাত্র-জনতার প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ভেবরা বোর্ডহাটে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। প্রধান বক্তা ছিলেন জেলা সেক্রেটারি মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির বাবলুর রশিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোস্তফা ও রাণীশংকৈল উপজেলা জামায়াতের ইসলামি সেক্রেটারি মুহাম্মদ রজব আলী। এ সময় ছিলেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি বাবুল আহমেদ, হাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামির আমির মোহাম্মদ সিরাজুল ইসলাম।
ল্যাপটপ প্রদান
ম দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি
শেখ হাসিনার সরকার পতনের দিন কিছু দুষ্কৃতকারী কুমিলস্নার দেবিদ্বার থানায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। ফলে স্থবির হয়ে পড়ে থানার স্বাভাবিক কার্যক্রম। এ অবস্থায় প্রাথমিকভাবে থানার কার্যক্রম স্বাভাবিক রাখতে ল্যাপটপ ও প্রিন্টার উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকালে অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের হাতে একটি ল্যাপটপ ও প্রিন্টার তুলে দেন কুমিলস্না উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদসহ দেবিদ্বার উপজেলা জামায়াতের নেতারা।
সনদপত্র প্রদান
ম ঈশ্বরদী প্রতিনিধি
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের অধীনে পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টায় ঈশ্বরদী আঞ্চলিক কৃষি ও ডাল গবেষণা কেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ঈশ্বরদী উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. ছালেহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হামিদুর রহমান, বাংলাদেশের রেলওয়ের উপ-অর্থ উপদেষ্টা মিলুপা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি আব্দুল খালেক।
কর্মী সম্মেলন
ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ছদাহা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে উপজেলার ছদাহা মোহাম্মদীয়া খাইরিয়া আলিম মাদ্রাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সেক্রেটারি মুহাম্মদ ইসহাক। এ সময় ইউনিয়ন সভাপতি মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে ও বদিউল আলম রাশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফুল রশিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. ইউনুস, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, ছদাহা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর ফৌজুল কবির।