শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

উখিয়ায় অস্ত্রসহ আরসার কমান্ডার আটক

ঈশ্বরদীতে কাউন্সিলরসহ দুইজন গ্রেপ্তার মাদককারবারিসহ দুই জেলায় ৪ জন গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
উখিয়ায় অস্ত্রসহ আরসার কমান্ডার আটক

কক্সবাজারের উখিয়ায় সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির এক কমান্ডারকে আটক করেছে এপিবিএন। এদিকে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ মামলায় ঈশ্বরদীতে কাউন্সিলরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মাদককারবারিসহ দুই জেলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পে জি-থ্রি রাইফেল ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির এক কমান্ডারকে আটক করেছে এপিবিএন।

শুক্রবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-বস্নকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নুরুল ইসলাম তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ বস্নকের বাসিন্দা। তার বাবার নাম গুলা হোসেন।

রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে আরসার গোপন একটি আস্তানায় তলস্নাশি চালিয়ে বিদেশি একটি জি-ত্রি রাইফেল ও ১০টি গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ মামলায় ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান (৪৮) ও যুবলীগ কর্মী সাজিব শেখকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার পৌর শহরের আলহাজ মোড় থেকে ইউসুফ প্রধান ও শৈলপাড়া এলাকা থেকে সাজিবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাউন্সিলর ইউসুফ প্রধান শহরের মধ্য অরণকোলা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। সাজিব শেখ শহরের শৈলপাড়া এলাকার আব্দুল মতিন শেখের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, এ মামলায় সাবেক মন্ত্রীপুত্র যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, কাউন্সিলর ইউসুফ প্রধান ও সাজিব শেখ নামে তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

খুলনা অফিস জানিয়েছে, খুলনায় চাঁদাবাজি মামলার দুজনকে গ্রেপ্তার করেছের্ যাব-৬। শুক্রবার নগরীরর খানজাহান আলী থানার আলক পলস্নী স্কুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলো নগরীর ফুলতলা থানার আসলাম খানের ছেলে সাদমান খান সুপ্ত (২৪) ও সেলিম সরদারের ছেলে শোনেন মেহেবুব। গ্রেপ্তারদের কেএমপি খুলনার খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে বলের্ যাব জানান।

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৪৫ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার কোটচাঁদপুর-সাবদালপুর সড়কের কুয়োতলা মাঠের কাছে একটি ইজিবাইক থামিয়ে তলস্নাশি করে দুটি ব্যাগ থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটকরা হলো- উপজেলার ছয়খাদা গ্রামের হারুন শেখের স্ত্রী হোসনে আরা (৩৫) ও রবিউল ইসলামের স্ত্রী তাসলিমা বেগম (৫৫)।

কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে