পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে পাবনায় বর্ণাঢ্যর্ যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্যর্ যালি বের করা হয়।র্ যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সহ-সভাপতি খান এ হাবিব মোস্তফা, সুজানগর উপজেলা জামায়াতের আমির হেসাব উদ্দিন, সেক্রেটারি টুটুল বিশ্বাস, পাবনা সদর উপজেলা জামায়াতের আমির আব্দুর রব, বেড়া উপজেলা জামায়াতের আমির আতাউর রহমান, পৌর জামায়াতের আমির ফারুক কি আজম, সুজানগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মমিন প্রমুখ।
বক্তারা বলেন, নবী কারীম সালস্নালস্নাহু আলাইহি ওয়া সালস্নামের জীবন আদর্শ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। সংসদে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য অন্তবর্তীকালীন সরকারের সহযোগিতা কামনা করেন তারা।
সুজানগর (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সুজানগরে 'বাংলাদেশের প্রান্ত হতে, সালাম জানাই হে রাসূল' প্রতিপাদ্যে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে পথসভা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কেএম হেসাব উদ্দিনের সভাপতিত্বে ও এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি জামায়াতে নেতা খান হাবিব মোস্তফার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা রাফিকুল ইসলাম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, পৌর জামায়াতের আমির অধ্যাপক ফারুক ই আজম প্রমুখ।