সাভারের বলিয়াপুর এলাকায় আশপাশে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পুরাতন ব্যাটারি আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানা গড়ে তোলা হয়েছে। কারখানার দূষিত ধোয়ায় আশপাশের এলাকাসহ ধ্বংসের মুখে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য।
সরেজমিন গিয়ে দেখা যায়, কারখানার শ্রমিকরা কেউ ব্যাটারির খোল ছাড়িয়ে পেস্নট বের করছেন, আবার কেউ ব্যাটারির সেই পেস্নট চুলিস্নর মুখে সাজাচ্ছেন। এই অবৈধ কারখানার মালিকদের অনেকের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায়। আশপাশে দুই তিন কিলোমিটার এলাকা বাড়ি-ঘর না থাকায় তেমন কোনো সমস্যা না হলেও সিসা থেকে নির্গত কালো ধোয়া পরিবেশের পাশাপাশি, শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে।
এ ব্যাপারে বলিয়ারপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন ব্যক্তি জানান, প্রতিদিন রাতে চুলিস্নতে কয়লার আগুনে পুরাতন ব্যাটারি পেস্নট জ্বালিয়ে সিসা তৈরি হয়। এতে ব্যাপক ধোয়ার সৃষ্টি হয়। যা মানব দেহের জন্য ক্ষতিকর।
সিসা কারখানায় কাজ করলে তাদের কোনো সমস্যা হয় কিনা এমন প্রশ্নের উত্তরে কর্মরত শ্রমিক আল-আমিন বলেন, 'বিগত ১০ বছর যাবৎ কাজ করছি, আমাদের কোনো সমস্যা হয় না। যদি কোনো সমস্যা হতো তাহলে তো আর কেউ এই কাজ করতো না।'
কারখানা মালিক মঞ্জু বলেন, 'আমরা অনেক দিন থেকে এই ব্যবসা করে আসছি। এর মাধ্যমে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া ব্যাটারি থেকে সিসা বের করে স্থানীয় ব্যাটারি কোম্পানিতে কাঁচামাল হিসেবে সরবরাহ করি। এতে করে সিসার পুনর্ব্যবহার করা হচ্ছে। যার ফলে বিদেশ থেকে সিসা আমদানি করতে হচ্ছে না। এতে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে।
আমিনবাজার এলাকার সহকারী কমিশনার (ভূমি) উম্মে কুলসুম রুবি এ বিষয়ে বলেন, অতি দ্রম্নত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাগুলোকে উচ্ছেদ করা হবে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার বলেন, 'আপনার মাধ্যমে এই প্রথম জানলাম। অবৈধ কারখানাগুলোর বিষয়ে অতি দ্রম্নত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদ করা হবে।'