শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

কুষ্টিয়ার নিহত রাব্বির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

মোহনগঞ্জে পলস্নীবিদু্যতের গ্রাহক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ গ্রেডে বাস্তবায়নের দাবি
স্বদেশ ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কুষ্টিয়ার নিহত রাব্বির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরে রাব্বির হত্যকারীদের বিচারের দাবিতে মানববন্ধন। অপরদিকে মোহনগঞ্জে পলস্নীবিদু্যতের গ্রাহক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেন ছাত্র-জনতা এবং নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেন শিক্ষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় নিরব হোসেন রাব্বিকে ছাত্রলীগের নেতাকর্মীরা হত্যা করে। হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে শনিবার বেলা ১১টার দিকে হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডী উওরপাড়ায় রাব্বির বাড়ির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, জিয়াউল হক জিয়া। এ সময় উপস্থিত ছিলেন- নিহতের বাবা মসলেম আলী, মা অলকা ইয়াসমিন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি জানান, মোহনগঞ্জ পলস্নীবিদু্যৎতের অতিরিক্ত লোডশেডিং, ভূতুড়ে বিলসহ গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে মোহনগঞ্জের ছাত্রসমাজ। শনিবার বেলা ১১টায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে না। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিক্ষোভকারী ছাত্র-জনতা মোহনগঞ্জ পলস্নীবিদু্যৎ অফিসের সামনে গিয়ে গ্রাহক হয়রানি বন্ধ করার দাবিতে বিক্ষোভ করেছেন।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় পুরাতন বাসটার্মিনালে এই কর্মসূচি পালিত হয়। নড়াইল সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা এই কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন- শিক্ষক নেতা জাকির হোসেন বিল্পব, মো. আমিনুর রহমান, আশিকুর রহমানসহ অন্য নেতারা। মানববন্ধন কর্মসূচিতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে