জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শামীম মোলস্না হত্যার দ্রম্নত বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রগতিশীল এবং প্রাক্তন শিক্ষার্থীরা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শহীদ মিনার থেকে নতুন কলা ভবন হয়ে একটি বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এছাড়া বিকাল তিনটায় সন্ত্রাসীর বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের ব্যানারে মানববন্ধন ও একটি মৌন মিছিল করেন ৩৯ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।
মানববন্ধনে চার দফা দাবি জানান শিক্ষার্থীরা। তা হলো, সারা দেশে 'বিচারবহির্ভূত হত্যা' এবং মব জাস্টিস বন্ধ করতে হবে। ৩৯ ব্যাচের শিক্ষার্থী শামীম মোলস্নার হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিরাপত্তা শাখায় কলাপসিবল গেইটের তালা ভেঙে শামীম মোলস্নাকে মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা শাখা ও প্রক্টরিয়াল বডির সদস্যদের ভূমিকা তদন্ত করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে ১৪, ১৫ ও ১৭ জুলাইয়ে হামলাকারীদের নামে মামলা করতে হবে।