জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশি-বিদেশি উদ্যোগের দাবি

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার দাবি জানিয়ে মানববন্ধন করে এলাকাবাসী -যাযাদি
'জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের জন্য লড়াই' শ্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশি-বিদেশি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে। গেস্নাবাল ডে অব ক্লাইমেট অ্যাকশন উপলক্ষে শনিবার উপজেলার আগুনমুখা নদীর তীরে এ কর্মসূচি করা হয়। এতে নদী ভাঙনকবলিত এলাকার শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ নেয়। এ সময় গ্রিন হাউস গ্যাস নিঃসরন কমানো, নবায়নযোগ্য জ্বালানি গ্রহণ, জ্বালানি নীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় করা, ন্যায্যতার এবং ঐতিহাসিক দায়ের ভিত্তিতে জলবায়ু তহবিল বৃদ্ধি ও এতে ভুক্তোভোগী দেশগুলোর অভিগম্যতা সহজীকরণসহ নানা দাবি তুলে ধরেন বক্তারা। সেই সঙ্গে জলবায়ু ন্যায্যতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে অতিসত্তর জাতীয় এবং আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। সুইডেন দূতাবাসের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ভিলেজ অ্যাডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- ভিলেজ অ্যাডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের উপজেলা প্রকল্প সমন্বয়কারী মোহসীন তালুকদার, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক এম সোহেল প্রমুখ।