শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

উপাচার্য নিয়োগ দাবিতে ফের ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ইবি প্রতিনিধি
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
উপাচার্য নিয়োগ দাবিতে ফের ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ম ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুর্নীতিমুক্ত, সৎ, দক্ষ ও শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের উভয়ই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 'ঢাবি, জাবি, চবি ও বেরোবিসহ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। আমরা উপাচার্য নিয়ে আর কোন নয় ছয় চাই না। অনতিবিলম্বে ইবিতে উপাচার্য নিয়োগের ব্যবস্থা করতে হবে।' তারা আরও বলেন, 'ইসলামী বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য থেকে ছিটকে পড়েছে। সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবে এমন উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি। আমরা এমন উপাচার্য চাই না যিনি আগে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। অতীতের সব কর্মকান্ড দেখে যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। যে সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে কাজ করবে।' এর আগে গত শুক্রবার বিকালে একই দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুর্নীতিমুক্ত, সৎ, দক্ষ ও শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের উভয়ই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, 'ঢাবি, জাবি, চবি ও বেরোবিসহ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। আমরা উপাচার্য নিয়ে আর কোন নয় ছয় চাই না। অনতিবিলম্বে ইবিতে উপাচার্য নিয়োগের ব্যবস্থা করতে হবে।'

তারা আরও বলেন, 'ইসলামী বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য থেকে ছিটকে পড়েছে। সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবে এমন উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি। আমরা এমন উপাচার্য চাই না যিনি আগে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। অতীতের সব কর্মকান্ড দেখে যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। যে সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে কাজ করবে।'

এর আগে গত শুক্রবার বিকালে একই দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে