সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
নতুন কমিটি ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ৪৩টি কিন্ডার গার্টেন স্কুলের নির্বাচন শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পৌরসভা চাইল্ড ফেয়ার কিন্ডার গার্টেন স্কুলে অনুষ্ঠিত হয়েছে। অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদলের সহযোগিতায় এই নির্বাচনটি হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবু মো. আশরাফ উদৌলা। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন মোস্তাক আহম্মেদ দাদা ভাই, সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন কিরন, অর্থ সম্পাদক আব্দুল হেলিম তালুকদার হেলাল। ৮টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সম্মেলন অনুষ্ঠিত ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় 'দেশ পুনর্গঠনে যুব সমাজের ভূমিকা' শীর্ষক ওই সম্মেলনে নিতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি ইয়াদুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী উপজেলা আমীর আব্দুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। নিতপুর ইউপির যুব বিভাগের সাধারণ সম্পাদক আহমদ হোসাইনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নিতপুর ইউপি যুব বিভাগের আমীর আব্দুস সালামসহ নেতৃবৃন্দ। আইডি কার্ড বিতরণ ম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের ভৈরবে স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে উপজেলা সম্মেলন কক্ষে স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল ফারহানা আফরীন। এ সময় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদোয়ান আহমেদ রাফি, উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা। কয়েকজন সাংবাদিক ও ছাত্রদেরকে স্মার্ট আইডি কার্ড দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হলো। বিষয়টি যার যার এলাকায় প্রচার করতে সাংবাদিকদেরকে অনুরোধ করেন। সুধী সমাবেশ ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ওয়ার্ড পর্যায়ে দলকে গতিশীল করার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপির সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌরসভার পূর্বপাড়া খেলার মাঠে ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন পৌর শাখার আয়োজনে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহফুজুর রহমান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। প্রধান বক্তা ছিলেন পৗর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। মতবিনিময় সভা ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়ন শাখার আয়োজনে বৃহস্পতিবার রাতে ভোগনগর কেন্দ্রীয় পূজা মন্ডব প্রাঙ্গণে ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মহেশ চন্দ্র রায়, ভোগনগর পূজা উদযাপন কমিটির সভাপতি অতুল চন্দ্র রায়। সভা অনুষ্ঠিত ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাবলি প্রতিটি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ৬নং ওয়ার্ড বিএনপির এক মতবিনিময় ও কর্মী সভার আয়োজন করা হয়েছে। সোমবার বিকালে নলছিয়া ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাঘাটা থানা বিএনপির সদস্য সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন রানা, হলদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি প্রধান শিক্ষক মমিনুল ইসলাম। সমাবেশ অনুষ্ঠিত ম তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাড়াশ উপজেলা শাখার আয়োজনে ট্রেড ইউনিয়নের শ্রমিকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার তাড়াশ ফাজিল মাদ্রাসা হলরুমে শ্রমিক কল্যাণ ফেডারেশন তাড়াশ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও উপদেষ্টা মো. কাওসার হাবীবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. সোলায়মান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা খন্দকার মো. সাকলাইন, উপদেষ্টা অধ্যাপক মাওলানা আবুল বাশার। শিক্ষা শিবির ম স্টাফ রিপোর্টার মৌলভীবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা শহরে জামায়াতের ইউনিয়ন সভাপতি-সেক্রেটারি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে জামায়াতের জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম। এ সময় ছিলেন ঢাকা মহানগর উত্তরের মজলিশে শূরা সদস্য ও সেরে-বাংলা নগর থানা আমীর মাওলানা আমিনুল ইসলাম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। থ্রি হুইলার বিতরণ ম স্টাফ রিপোর্টার নীলফামারী নীলফামারী জেলা শহরের হাড়োয়া এলাকায় অবস্থিত সদর উপজেলা মডেল মসজিদে সৌর বিদু্যৎ চালিত লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা পরিচালিত ইলেকট্রিক থ্রি হুইলার প্রদান করা হয়েছে। শুক্রবার মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজে অংশ নেওয়া মুসলিস্নদের উপস্থিতিতে ওই হুইলারটি প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে গাড়ির চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি মডেল মসজিদের জমি দাতা জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আলহাজ মো. জাফর ইকবাল সিদ্দিকী। গাড়িটি গ্রহণ করেন মডেল মসজিদের পেশ ইমাম মুফতি আজিজুর রহমান শাহীন। এ সময় ছিলেন মো. মোজাম্মেল হক সিদ্দিকী, মো. মজিবর রহমান। চেক বিতরণ ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার একশনএইড বাংলাদেশ কর্তৃক নিজস্ব অফিসে রিমেলে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত ও পুনর্নির্মাণের জন্য ৫০টি পরিবারের মধ্যে ৮ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এ সময় ছিলেন প্রোগ্রাম অফিসার সেলিম হোসেন, ফিনান্স অ্যান্ড এডমিন অফিসার তাপস কুমার সরদার, ফিল্ড ফ্যাসিলিটেটর মোমিনুর রহমান, কমিউনিটি মোবালাইজার কুমকুম মোস্তারী, জান্নাতুল ফেরদৌস, গৌবর কান্তি বর্মন প্রমুখ। নগদ অর্থ বিতরণ ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায় গরিব মানুষের মধ্যে সকালের নাশতা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মোমেন মোলস্না। এসময় ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহকারী শিক্ষক সংকর দেবনাথ। ইউএনওর বিদায় ম তালতলী (বরগুনা) প্রতিনিধি চোখে ছিল জল, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে তালতলীর গণমাধ্যমকর্মীসহ উপজেলার সকলের কাছ থেকে অশ্রম্নসিক্ত নয়নে বিদায় নিলেন বরগুনার তালতলীর মানবিক উপ?জেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা। শুক্রবার বেলা ১১টার দিকে উপ?জেলা প?রিষদ পায়রা স?ম্মেলন ক?ক্ষে তালতলী প্রেস ক্লাব ও সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত ইউএনওর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসময় তালতলী প্রেস ক্লাব ও সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয় বিদায়ী ইউএনও সিফাত আনোয়ার তুম্পাকে। মতবিনিময় সভা ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের চিতলমারীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. হোসেন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খান, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব এলাহী মোলস্না, যুগ্ম-আহ্বায়ক আজমল হোসেন আজিম, শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শহীদ মীর, সদস্যসচিব ইমরান মিরাজ। সাধারণ সভা ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলার পূর্বধলা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার স্টেশন রোডের মোস্তফা কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন কালব এর নেত্রকোণা জেলা ব্যবস্থাপক মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন পূর্বধলা জগৎমনি সররকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির পূর্বধলা উপজেলা শাখার চেয়ারম্যান ও আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান।