নিজ ঘরে ঝুলেছিল কিশোরীর মরদেহ!

অভয়নগরে দুর্বৃত্তের হামলায় শ্রমিক নিহত

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের হামলায় এক ঘাটশ্রমিক নিহত হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে নিজ ঘর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রম্নতার জেরে স্থানীয় দুর্বৃত্তদের হামলায় একজন ঘাটশ্রমিক নিহত ও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে ভৈরব সেতু সংলগ্ন আব্দুল কুদ্দুসের চায়ের দোকানের সামনে রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহত মতিয়ার রহমান বিশ্বাস ওরফে মতি বিশ্বাস (৪৬) উপজেলার মশরহাটী গ্রামের মৃত হাশেম আলী বিশ্বাসের ছেলে। তিনি অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন ঘাটে শ্রমিক হিসেবে কাজ করতেন। আহত মো. হালিম (৩৫) উপজেলার বনগ্রামের মৃত মজিদ শেখের ছেলে ও মনিরুল ইসলাম লিটন (৪০) একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বশত্রম্নতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রম্নপের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার মধ্যরাতে কুদ্দুসের চায়ের দোকানের সামনে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল মতি ও তার দুই সহযোগীর ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মতি ও তার দুই সহযোগীর শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে। এক পর্যায়ে মতির পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে আসলে তাকে মৃত ভেবে অস্ত্রধারীরা ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ রক্তাক্ত জখম অবস্থায় তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন, 'রাতে খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে গুরুতর আহত তিন জনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।' শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে নিজ ঘর থেকে মুক্তা আক্তার নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার হয়। মুক্তা আক্তার (১৫) ওই গ্রামের মো. ফজল মিয়ার মেয়ে। সে ১০ম শ্রেণীর শিক্ষার্থী বলে তার স্বজনরা জানিয়েছেন। স্বজনেরা জানান, রাতে নির্ধারিত সময়ে মুক্তা তার ঘরে ঘুমিয়ে পড়ে। তবে পরদিন শুক্রবার সকালে দরজা না খোলায় স্বজনদের সন্দেহ হয়। বাইরে থেকে ডাকাডাকি করলেও মুক্তার কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে মুক্তাকে একটি দড়িতে ফাঁস লাগানো অবস্থায় দেখেতে পান স্বজনরা। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্বজনের একজন জানিয়েছেন। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় থানায় কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে পুলিশ পাঠানোর পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।