'ফ্যাসিবাদী শক্তি দেশের টাকা পাচার করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে'

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় এসে সকল শ্রেণিপেশার মানুষকে নির্যাতন চালিয়ে দেশকে এক মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল। তারা কথিত উন্নয়নের নামে দেশের টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়ে তোলে। সারাদেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, জমি জবরদখল, টেন্ডারবাজিসহ দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করে। বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন একথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ খায়রুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। এছাড়া বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সরোয়ার উদ্দিন, সিবিএফ থানার সভাপতি জালাল উদ্দিন আকবর, আবু বকর প্রমুখ।