শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার ভোলা
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ভোলা পৌরসভার আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের সহযোগিতায় শুক্রবার সকাল থেকে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের পেছনের পুকুর পরিষ্কার করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

আয়োজকরা জানান, সারাদেশে বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে। প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে। তাই ভোলাকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষায় ও ভোলার মানুষকে সুস্থ রাখার জন্য শহরের বিভিন্ন পুকুর, জলাশয় ও বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখার জন্য পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ভোলা পৌরসভার আয়োজনে বিডি ক্লিনের সহযোগিতায় এই পরিচ্ছন্নতা অভিযান মাস ব্যাপী চলবে। আর অভিযান সঠিকভাবে সম্পন্ন করতে পারলে ভোলায় ডেঙ্গু মশা উপদ্রব থাকবে না দাবি তাদের।

এ সময় ছিলেন ভোলা পৌরসভার প্রশাসক মো. মনজুর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীল, পৌর-নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম ও বিডি ক্লিনের ভোলা জেলার ভারপ্রাপ্ত সমন্বয়ক হারুন-অর রশিদ শিমূল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে