ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক বাজার ও খড়মপুর বাইপাসে রেলওয়ের জায়গায় থাকা ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় রেলওয়ে কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় অবৈধভাবে গড়ে উঠা বেশ কিছু আধাপাকা ও কাঁচা দোকান ভেঙে ফেলা হয়। এসব দোকানের মধ্যে ছিল চা, কনফেকশনারি, ফলের দোকান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, রেলওয়ে ঢাকার সহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামানসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।