বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রাহমান শিমুল বিশ্বাস বলেছেন, 'সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, শিল্প, ঔষুধ, কলকারখানা, গার্মেন্টস কারখানায় নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা হচ্ছে, সেই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য বাংলাদেশের শ্রমিক কর্মচারীদের ঐতিহাসিক একটা মহাকর্তব্য জাতির সামনে এসে দাঁড়িয়ে আছে। অতীত চক্রান্তে যেভাবে দেশের অনেক চিনি, কাগজ, পাট, বস্ত্র, অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। সেভাবেই দেশের ভাগ্যাকাশে শকুনের মতো ঐ অপশক্তি থাবা দিতে ডানা মেলে ধরেছে। চক্রান্তকারীদের দমন করতে দেশের শ্রমিক কর্মচারীদের দুঃসাহসিক দায়িত্ব পালন করতে হবে।'
বৃহস্পতিবার সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের আয়োজনে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শ্রমিক কর্মচারীদের মিলিত ধারায় একটা কল্যাণকামী বাংলাদেশ গঠন করতে হবে। ধারাবাহিক কর্মসূচি হিসেবে ঔষুধ, কলকারখানা, গার্মেন্টস কারখানায় যেখানে সন্ত্রাস, গার্মেন্টে সন্ত্রাস, দখল বেদখল হবে সেখানে শ্রমিক দলের একটা রক্ষাকবচের মতো দায়িত্ব পালন করতে হবে।
জেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা হুমায়ন কবির খান, আকন মোজাম্মেল, আব্দুল কুদ্দুস ধীরন, হাবিবুর রহমান অপু চাকলাদার, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপন, লৌহজং উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন খান, সদর উপজেলা শাখার সভাপতি নাসির হোসেন, শ্রমিক দলের শফিক মোড়ল, শফিক ভূঁইয়া, নজরুল ইসলাম, বাদশা মিয়া প্রমুখ।