সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

'ছাত্র-জনতার ওপর যারা গুলি করেছে তাদের বিচার করতে হবে'

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
'ছাত্র-জনতার ওপর যারা গুলি করেছে তাদের বিচার করতে হবে'

কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেন, 'ছাত্র-জনতার গণঅভু্যত্থানের মাধ্যমে বিগত জালেম সরকারের বিদায় হয়েছে। নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি করে যারা তাদের হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে।'

শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, জামায়েতের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন ও হেফাজত ইসলামসহ ইসলামী দলগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান, কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য ড. ইকবাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, সোনারগাঁ উপজেলা জাময়াতের আমীর মাহবুব হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে