সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

দাবদাহে আড়াইহাজারে জনজীবন বিপর্যস্ত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দাবদাহে আড়াইহাজারে জনজীবন বিপর্যস্ত

গত দুই দিন ধরেই প্রচন্ড দাবদাহ চলছে নারায়ণগঞ্জের আড়াইহাজারে। এ অবস্থায় এ উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে তীব্র গরম, অপরদিকে বিদু্যতের ঘনঘন লোডশেডিং ও বিদু্যতের লো-ভোল্টেজের কারণে ফ্যানগুলোও ঠিকমতো ঘুরতে চায় না। পথে পথে গরমে শ্রান্ত-ক্লান্ত পথচারীদের শরবতের অস্থায়ী দোকানগুলোয় ভিড় করতে দেখা গেছে।

আড়াইহাজার পৌরবাজারে ফুটপাথে দাবদাহের কারণে দোকানে ঠিকমতো বসতে পারছেন না দোকানদাররা। পথচারীরাও দাবদাহে কষ্ট করছেন। এলাকার পোল্ট্রি খামারের মুরগিগুলো গরমে ছটফট করছে। এর ওপর ঘনঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে মেশিনপত্র ঠিকমত চলছে না।

উপজেলার হাইজাদী ইউনিয়নের কয়েকটি এলাকায় বিদু্যতের লো-ভোল্টেজের কারণে ফ্যানগুলো যেন চলতেই চায় না। খুবই ধীরগতিতে চলছে ফ্যান। বাতির আলোয় সবকিছু স্পষ্ট দেখা যায় না।

নারায়ণগঞ্জ পলস্নীবিদু্যৎ সমিতি ২-এর আড়াইহাজার জোনাল অফিসের আওতাধীন হাইজাদী সাব-স্টেশনের ইনচার্জ হারিসুল জানান, বিদু্যতের উৎপাদন সংকটের কারণে বিভিন্ন ফিডারের সঙ্গে সমম্বয় করে বিদু্যৎ সরবরাহ করা হচ্ছে। এ কারণে বিদু্যতে প্রয়োজনীয় লোড পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় হিটস্ট্রোকে মৃতু্যর ঝুঁকি রয়েছে বলে জানান অনেকে। গরমে অসুখ-বিসুখের মাত্রা বাড়ছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশারফ হোসেন গরমে এ অবস্থায় যে কোনো রকম শারীরিক সমস্যা থেকে বাঁচতে ঘন ঘন পানি পান করার পরামর্শ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে