ইসলামী বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পুকুরে এটি অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু হলের আয়োজনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের ৩৩ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। জানা যায়, তিনটি ধাপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১ম ধাপে ১১জন, ২য় ধাপে ১২ জন ও ৩য় ধাপে ১০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রথম তিন ধাপের প্রতিযোগিতায় বিজয়ী ৯ জনকে নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রথম হয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরাফাত সাঈদ, দ্বিতীয় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের পারভেজ হাসান চয়ন, তৃতীয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, চতুর্থ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাজ্জাতুলস্নাহ শেখ ও পঞ্চম হয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সৈকত হোসেন। প্রতিযোগিতা শেষে দুপুর ১২টায় বিজয়ী পাঁচ জনের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। এ সময় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট ও আয়োজক কমিটির আহ্বায়ক তানভীর মন্ডলসহ অন্যান্যরা।