বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিক দলের সদস্যের কবর জিয়ারত

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শরীয়তপুর সদর প্রতিনিধি
ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শ্রমিক দলের সদস্য শহীদ জালাল উদ্দিনের কবর জিয়ারত করেছে শ্রমিক দল। মঙ্গলবার জেলা শ্রমিকদলের সভাপতি হাজী এম এ কাইয়ুম চুন্নু মুন্সী ও বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় সখিপুর থানা শ্রমিকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় জেলা শ্রমিক দলের সভাপতি হাজী এম এ কাইয়ুম চুন্নু মুন্সী বলেন, 'ছাত্র জনতার রক্তের দাগ এখনো শুকায়নি। শহীদ জালাল উদ্দিনের জীবন উৎসর্গ করে আমাদের গণতন্ত্রিক পরিবেশ ও নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও শ্রমিকদলের নেতাকর্মীরা এই আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।' উলেস্নখ্য, গত ২০ জুলাই ঢাকার মুগদা থানার মানিকনগর বিশ্বরোডে আন্দোলনরত অবস্থায় নিহত হন জালাল উদ্দীন।