শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিক দলের সদস্যের কবর জিয়ারত

শরীয়তপুর সদর প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিক দলের সদস্যের কবর জিয়ারত

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শ্রমিক দলের সদস্য শহীদ জালাল উদ্দিনের কবর জিয়ারত করেছে শ্রমিক দল। মঙ্গলবার জেলা শ্রমিকদলের সভাপতি হাজী এম এ কাইয়ুম চুন্নু মুন্সী ও বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় সখিপুর থানা শ্রমিকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সময় জেলা শ্রমিক দলের সভাপতি হাজী এম এ কাইয়ুম চুন্নু মুন্সী বলেন, 'ছাত্র জনতার রক্তের দাগ এখনো শুকায়নি। শহীদ জালাল উদ্দিনের জীবন উৎসর্গ করে আমাদের গণতন্ত্রিক পরিবেশ ও নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও শ্রমিকদলের নেতাকর্মীরা এই আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।'

উলেস্নখ্য, গত ২০ জুলাই ঢাকার মুগদা থানার মানিকনগর বিশ্বরোডে আন্দোলনরত অবস্থায় নিহত হন জালাল উদ্দীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে