চার জেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গা, টাঙ্গাইল, ময়মনসিংহের তারাকান্দা ও কুমিলস্নার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ৬ জনের মৃতু্য হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা- খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত এস আই শরিফুল ইসলাম (৪৫)। পাঁচ দিনের ছুটি নিয়ে অসুস্থ বাবাকে দেখতে তিনি ঢাকা থেকে মোটর সাইকেল যোগে গোপালগঞ্জের কাশিয়ানী গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাতাশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার মৃতু্যর খবর বাড়িতে পৌঁছালে তার অসুস্থ বাবাও মারা গেছেন বলে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুলস্নাহ হেল বাকি জানান, ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত পুলিশের এসআই শরিফুল ইসলাম বৃহস্পতিবার নীল রঙের এফজেড কোম্পানির একটি মোটর সাইকেল যোগে অসুস্থ বাবাকে দেখতে বাড়ি ফেরার সময় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটর সাইকেলটি এক্সপ্রেসওয়ের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃতু্য খবর বাড়িতে জানানো হলে তার অসুস্থ পিতাও মারা গেছেন বলে জানতে পেরেছি। স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরাচালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান ও একই উপজেলার উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন। ধনবাড়ী থানার ওসি ইদ্রিস আলী জানান, শুক্রবার সকালে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে জামালপুর থেকে ছেড়ে একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় পৌঁছলে মধুপুর থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃতু্য হয়। এ সময় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃতু্য হয়। তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে সিএনজি দুর্ঘটনায় উপজেলা তালদিঘি নামক স্থানে সিএনজি প্রাইভেটকারের ওভারটেকিংয়ের সময় সিএনজি ডিগবাজি খেয়ে ঘটনাস্থলে সিএনজি ড্রাইভার নিহত হন। আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত সিএনজি ড্রাইভার উপজেলার তারাকান্দা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আবদুল বেপারী ছেলে রব মিয়া (২৫)। এ বিষয়ে তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী জানান, অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দু'জনের মৃতু্য হয়েছে। শুক্রবার আনুমানিক তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় ঢাকাগামী কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃতু্য হয়। নিহতরা হলেন কুমিলস্না সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাংস বিক্রেতা জাহাঙ্গীর মিয়ার ছেলে সিএনজি চালক রাশেদ খান (২৭) এবং চট্টগ্রামের বাইজিদ খান থানার ওয়াজদিয়া মাদ্রাসাসংলগ্ন পূর্ব শহিদনগর গ্রামের মৃত কাশেম সওদাগরের জামাতা মো. ইব্রাহিম।