'জলবায়ু অর্থায়ন হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে'

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
জলবায়ু ফান্ডের ঋণ বাতিলের দাবিতে বাগেরহাটের মোংলায় সাইকেলর্ যালি -যাযাদি
'জলবায়ু অর্থ হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে। বর্তমানে অধিকাংশ জ্বালানির উৎস হলো নোংরা এবং ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানি, যা বৈশ্বিক উষ্ণতাকে বাড়াচ্ছে। জীবাশ্ম জ্বালানি জলবায়ুকে প্রভাবিত করছে। জি-৭ দেশগুলো বারবার দাবি করছে তারা জলবায়ু অর্থ প্রদানে প্রতিশ্রম্নত। কিন্তু তারা ক্রমাগতভাবে তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।' শুক্রবার বাগেরহাটের মোংলা বন্দর উপজেলার মিঠাখালী বাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানির ফেজ আউট শীর্ষক বাইসাইকেলর্ যালি শেষে বিক্ষোভ-সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এর আগে বাইসাইকেলর্ যালিতে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানি বিরোধী এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক নানা রঙের ফেস্টুন-পস্নাকার্ড প্রদর্শন করেন। সভায় প্রধান অতিথি ছিলেন পশুর রিভার ওয়াটারকিপার জলবায়ু যোদ্ধা নূর আলম শেখ। এ সময়ে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর নাজমুল হক, ওয়াটারকিপার্স বাংলাদেশের মো. নাজমুল, গীতিকার মোলস্না আল মামুন, মারুফ বিলস্নাহ, হাছিব সরদার ও মেহেদী হাসান বাবু প্রমুখ।