হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ৩ জেলায় মানববন্ধন

পূর্বাচলে হাসিনার পস্নট বাতিলসহ ৯ দাবি

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
রাজধানীর পূর্বাচলে শেখ হাসিনার পস্নট বাতিলসহ ৯ দাবিতে মানববন্ধন -যাযাদি
রাজধানীর পূর্বাচলে শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দকৃত পস্নট বাতিলসহ ৯ দাবিতে মানববন্ধন করা হয়েছে। এছাড়াও হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আরও তিন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, রাজউকের পূর্বাচল উপশহরের শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দকৃত পস্নট বাতিল ও বঞ্চিত আদি বাসিন্দাদের মধ্যে পস্নট বরাদ্দের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার ৯ দফা দাবিতে পূর্বাচলের ৩শ' ফুট সড়কের জলসিঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় বঞ্চিতরা এ কর্মসূচিতে অংশ নেয়। জলসিঁড়ি বাসস্ট্যান্ড গোলচত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, পূর্বাচলের আদি বাসিন্দা জিন্নাত আলী, শফিকুল ইসলাম ভুঁইয়া, রাসেল ভুঁইয়া, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট আলম হোসেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, আওলাদ হোসেন ভুঁইয়া, একেএম রিয়াদ ভুঁইয়া কিরণ প্রমুখ। বক্তারা বলেন, পূর্বাচল প্রকল্পের বঞ্চিত আদি বাসিন্দা ও ক্ষতিগ্রস্তদের পস্নট দিতে হবে। যৌথভাবে বরাদ্দকৃত পস্নট আলাদা করে দিতে হবে। নিজের নামে জমি, ঘর-বাড়ি, গাছপালা থাকলে স্বামী ও স্ত্রীকে আলাদা পস্নট দিতে হবে। পস্নট বুঝিয়ে দেওয়ার পূর্বে আদি বাসিন্দাদের সকল জরিমানা মৌকুফ করতে হবে। প্রত্যেক মসজিদের নামে পস্নট দিতে হবে। পূর্বাচলে মেডিকেল কলেজ স্থাপন করতে হবে।' কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতীতে ভ্যানচালক জিহাদ হত্যার প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার এলাকাবাসীর আয়োজনে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে মসিন্দা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় কাউন্সিলর হেলাল মিয়া, স্থানীয় সুজন মাহমুদ, নিহত ভ্যানচালক জিহাদের দাদা হাসর আলী, বাবা তুলা মিয়া ও মা জোসনা বেগম প্রমুখ। বক্তারা বলেন, 'ভ্যানচালক জিহাদ হত্যাকারীদের দ্রম্নত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।' চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাটে গুম হওয়া আরিফকে ফিরে পেতে মানববন্ধন করেছে পরিবারসহ এলাকাবাসী। বৃহস্পতিবার আরিফুল ইসলামের স্ত্রী মাজেরা বেগম লিখিত বক্তব্যে বলেন, তার স্বামী আরিফুল ইসলামকে ২০১৭ সালের জুলাই মাসের ১ তারিখ আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যায়। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। মানববন্ধনে বক্তব্যে দেন আরিফুলের মা শরিফুন বেগম, দেবীনগর ইউপির সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ প্রমুখ। \হমোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শর্মী রায়ের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী শতাধিক স্বেচ্ছাসেবক। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সামনে এ মানববন্ধন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডা. শর্মী রায়ের পদত্যাগ ও করোনাকালীন সময়ে তাদের নায্য প্রাপ্র্যতা ফিরিয়ে দিতে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর দাবি জানান। এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবকদের তালিকা আমি পাই নি। আমি এখানে এসে যে তালিকা পেয়েছি সেটা দেখে টাকা বিতরণ করেছি।'