ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুরের বীরগঞ্জ এবং পাবনার ভাঙ্গুড়ায় হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছের্ যাব, এলাকাবাসী, পুলিশ ও বিজিবি। এছাড়াও গাংনী ও ভোলায় আগ্নেয়াস্ত্রসহ চারজন আটক করেছে যৌথ বাহিনী। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আব্দুলস্নাহপুর সীমান্তে দুইজন মহিলা ও একজন শিশুকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশের সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১০টায় সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ফকিরমোড়া বিওপির টহলদল আব্দুলস্নাহপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নরসিংদী জেলার শিবপুর উপজেলার হিজুলিয়া গ্রামের রহমান ভূঁইয়ার স্ত্রী ফরিদা বেগম (৩২), ফরিদা বেগমের ছেলে মো. ফারহান(০৩) এবং একই এলাকার ইসমাইল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (২৫)। শুক্রবার দুপুরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। (অপরদিকে) ব্রাহ্মণবাড়িয়ায় ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. জাহের মিয়া (৪০) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাব। শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. জাহের কুমিলস্না জেলার শশীদল উপজেলার আশাবাড়ি গ্রামের মৃত তফদল হোসেনের ছেলে। শুক্রবার দুপুরের্ যাব-৯ সিলেট অফিসের মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা হয়।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১৫০ কেজি ভারতীয় কফিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার ধরখার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, কসবা উপজেলার হারিয়াবহ গ্রামের শামসু মিয়ার ছেলে কাউছার মিয়া (৪০), বড়টুবার কুদ্দুস মিয়ার ছেলে আবু কালাম (৪২), ধজনগর গ্রামের নুরু মিয়ার ছেলে সেলিম মিয়া (৫৫)। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিমের নেতৃত্বে এস আই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। আখাউড়া থানার ওসি আবুল হাসিম বলেন মামলা দায়েরের পর তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে পাঠানো হয়েছে।
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জে মন্দিরে চুরির অভিযোগে নিশি শীল (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন এলাকাবাসী। নিশি শীল পৌর শহরের আরিফ বাজার এলাকার খগেন্দ্র শীলের ছেলে। শুক্রবার সকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ভোরে পৌর শহরের বীরগঞ্জ-খানসামা সড়কের পঞ্চদেবী মাতার মন্দিরে চুরির অভিযোগে তাকে আটক করা হয়। মন্দিরের প্রতিষ্ঠাত ও সেবায়েত মধুসুদন দাস কেতু জানান, ভোরে মন্দিরে অঞ্জলি দিতে গিয়ে দেখি মন্দিরের তালা ভাঙা। এসময় নৈশ্যকে বিষয়টি অবহিত করে বাড়ি চলে আসি। কিছুক্ষণ পর মানুষের হই চই শুনে আবার মন্দিরের সামনে এসে শুনি ট্রাকের ব্যাটারি চুরিকালে চোর আটক হয়েছে। পরে মন্দিরে ভিতরে গিয়ে দেখি প্রতিমার শরীরের সোনা ও রুপার গহনা নেই। তখন আটক চোরকে জিজ্ঞাসাবাদে সে মন্দিরে চুরি কথা স্বীকার করে। বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং পলাতক চোরদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় বহুল আলোচিত কিশোর ফারুক হোসেন (১৬) হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহীনুর রহমান ওরফে ভাও (২৬) কে গ্রেপ্তার করেছের্ যাবের একটি অভিযানিক দল। গত বুধবার রাতে গাজীপুরের পোড়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১৬ বছর আইনশৃঙ্খলারক্ষাকরী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।র্ যাব-১২ এর পাবনা কোম্পানি কহুার কর্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত শাহীন ভাঙ্গুড়া পৌর সদরের চৌবাড়িয়া ভদ্রপাড়া মহলস্নার শাহজাহান ওরফে শাজাই প্রামাণিকের ছেলে। বৃহস্পতিবার সকালের্ যাব-১২ তাকে ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করে।
স্টাফ রিপোর্টার ভোলা জানান, ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র ও ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম নাছির উদ্দিন নান্নু (৬২) ও তার ছেলে মো. আরিফ (৩৩)। শুক্রবার সকালের দিকে ভোলা সদরের আবহাওয়া অফিস রোড এলাকার মিয়াজী বাড়ি থেকে তাদের আটক করা হয়। বেলা ১১টার দিকে ভোলা সদরের খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংসাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাত আড়াইটা থেকে সকাল ৬টা পর্যন্ত ভোলা পৌর এলাকার আবহাওয়া অফিস রোডের মিয়াজী বাড়িতে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। এসময় দুইটি আগ্নেয়াস্ত্র ও ১০টি দেশীয় অস্ত্রসহ এ কে এম নাছির উদ্দিন নান্নু ও তার ছেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীর তেরাইল থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ দুজন মাদককারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে মাদক পাচারের সময় তাদেরকে আটক করা হয়। জব্দ করা হয় ফেনসিডিল বহন কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটো। মাদক পাচারকারী হচ্ছে- সিএনজিচালক গাংনী উপজেলার সহড়াতলার নোয়াব আলীর ছেলে এরশাদ আলী (৩৫) ও ওলিনগর গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে আবুল কালাম আজাদ। দুজনের বিরুদ্ধে মাদক মামলাসহ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম জানান, সীমান্ত এলাকা থেকে মাদকের চালান আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনীর দুর্লভপুর- তেরাইল সড়কে যৌথবাহিনীর সমন্বয়ে একটি টিম অবস্থান নেয়। এসময় একটি সিএনজি চালিত অটোকে বেরিকেড দেয়া হলে সেটি বেরিকেড ভেঙে পালিয়ে গেলে আভিযানিক টিমের সদস্যরা তাড়া করে। তেরাইল বাগান পাড়ার একটি পুকুরের কাছে এসে সিএনজি চালিত অটোটি আটকে যায়। আটক করা হয় চালক এরশাদ আলী। উদ্ধার করা হয় ১০০ বোতল ফেনসিডিল। এরশাদ আলীর দেওয়া তথ্যে মতে ফেনসিডিল পাচারকারী আবুল কালাম আজাদকে আটক করা হয়।