শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাহিত্য সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে -নগর জামায়াতের সেক্রেটারি

চট্টগ্রাম বু্যরো
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাহিত্য সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে -নগর জামায়াতের সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশে এক পরিবর্তন সাধিত হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাহিত্য সংস্কৃতি, তাহজিব তমুদ্দুনেও পরিবর্তন আনতে হবে। তিনি বেতার কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ আশ্বাস প্রদান করেন।

বৃহস্পতিবার বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মুহাম্মদ মাহফুজুল হকের সঙ্গে এক মতবিনিময় ও সাক্ষাতে একথা বলেন মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। এ সময় মহানগর সেক্রেটারির নেতৃত্বে এক প্রতিনিধি দল বেতার কেন্দ্র পরিদর্শন করে।

প্রতিনিধিদলে জামায়াতের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উলস্নাহ, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, সদরঘাট থানা আমির আব্দুল গফুর, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ, দৈনিক সংগ্রাম চট্টগ্রাম বু্যরোর স্টাফ রিপোর্টার নুরুল আমিন মিন্টু প্রমুখ।

এ সময় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন উপ-আঞ্চলিক পরিচালক ড. মো. সাঈদুর রহমান, মোহাম্মদ আমানুর রহমান খান, শাহীন আকতার ও তাবাসসুম হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে