সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
দায়িত্ব গ্রহণ
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট দায়িত্ব পেয়েছেন বেনজীর আহমেদ টিটো। বুধবার সন্ধ্যায় বোর্ড সভায় পরিচালকরা সর্বসম্মতভাবে তাকে ওই দায়িত্ব দেন। বোর্ড সভায় সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট স্বপন ঘোষ। এর আগে পরিচালক এমএ রৌফ ই-মেইলের মাধ্যমে তার পদত্যাগপত্র চেম্বারে পাঠান। পরে তার স্থলে টাঙ্গাইল জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে বেনজীর আহমেদ টিটোকে সংযুক্ত করা হয়। বেনজীর আহমেদ টিটো প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেম্বারের পরিচালকরা।
মতবিনিময় সভা
ম মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, 'আমি সাংবাদিকদের সহযোগিতায় এই জেলাকে একটি উন্নত ও সমৃদ্ধ মেহেরপুর গড়ে তুলতে পারবো।' তিনি মেহেরপুরের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সহায়তা প্রদান
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা মিলনায়তনে গতকাল প্রত্যাশী-সিমস্ প্রজেক্টের সহযোগিতায় এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। সভাপতিত্ব করেন প্রত্যাশীর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম। প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, প্রত্যাশীর এরিয়া ম্যানেজার গোলাম ফারুক আহমেদ প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নিয়মিতভাবে ফটিকছড়িসহ বিভিন্ন অঞ্চলে বন্যাদুর্গতদের এই মানবিক সহায়তা প্রদান করার জন্য প্রত্যাশী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
মাদক নির্মূল সমাবেশ
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশার ঘাটনগরে মাদক নির্মূল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঘাটনগর উচ্চ বিদ্যালয় মাঠে ঘাটনগরে সমাবেশে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি জালাল উদ্দিন সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিপ্তরের সহকারী পরিচালক লোকমান আলী ও পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিন রেজা। সমাবেশে ঘাটনগর ইউনিয়নসহ উপজেলার সব ইউনিয়নে মাদকদ্রব্য সেবন, বিক্রি এবং এর সঙ্গে জড়িতদের কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়। এ ব্যাপারে সবাইকে সজাগ থেকে মাদক নির্মূলে কাজ করার আহ্বান জানানো হয়।
ঋণ বিতরণ
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের আয়োজনে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাছির উদ্দিন, আত্রাই থানা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খাঁন, সদস্য রুহুল আমিন প্রমুখ।
চক্ষু ক্যাম্প
ম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী চক্ষুবিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৫০ জন রোগীকে ফ্রি সেবা প্রদানসহ ৪৫ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের (পিপিইপিপি)- ইইউ প্রকল্পের আওতায় ও মরিয়ম চক্ষু হাসপাতালের সার্বিক পরিচালনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এমএফ আব্দুস সালাম। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ, রিজিওনাল ম্যানেজার ফজলুল হক, ট্রেনিং ম্যানেজার আবুল হাসেম, শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রমুখ।
চাল বিতরণ
ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন, ইউপি সচিব রোজিন পলাশ, হিসাব সহকারী পবন কুমার, ট্যাগ অফিসারসহ সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা। চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন, 'আমাদের ইউনিয়নের ভিজিডির অধীনে ২০২ জনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।'
অবহিতকরণ সভা
ম স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে লিগ্যাল এইডের কার্যক্রম ও প্রচার সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসার তানিয়া আক্তারের সঞ্চালনায় ও সিনিয়র জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জাকির হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তারেকুল ইসলামসহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা।
স্মার্ট ভিলেজ
ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ফেনাপুকুর গ্রামকে স্মার্ট ইকো ভিলেজ ঘোষণা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বুধবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে ফলক উন্মোচন ও পায়রা অবমুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম ও বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার। পরে স্মার্ট ইকো ভিলেজ কমিটির সভাপতি পুরবী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার সাধন দাস, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বঙ্কিম চন্দ্র, ইউপি সদস্য তহিদুল ইসলাম প্রমুখ।
অ্যাডভোকেসি সভা
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নে সচেতনতামূলক অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের অ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শিলা রাণী দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, প্রেস ক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ।
মশক নিধন
ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে মশক নিধন কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ তমাল। এ সময় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, পৌর নির্বাহী প্রকৌশলী, লুৎফুল হুদা চৌধুরী, পৌর নির্বাহী সৈয়দ মোহাম্মদ আলী মিরুসহ পৌর কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক জাফর আরিফ চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির আওতায় এ মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নারী সমাবেশ
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলীতে গণযোগাযোগ অধিদপ্তরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন করা হয়। শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, টেকসই উন্নয়ন, বাল্যবিয়ে ও মানব পাচার বিষয় নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম। উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও অফিস সহকারী শফিউল আজিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান প্রমুখ।
গণসমাবেশ
ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কাদিরপুর ইউনিয়নের কাদিরপুর কাঁচাবাজার প্রাঙ্গণে এ গণসমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ হানজালা, পীরজাদা বাহাদুরপুর ৭ম পুরুষ হাজি শরিয়ত উলস্নাহ (রহ.)। আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মনির হোসাইন, সহ-সভাপতি বিএম হেমায়েত উদ্দিন, সেক্রেটারি মনির হোসাইন প্রমুখ।
অভিভাবক সমাবেশ
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এম এ মান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সদস্য বাদশা মিয়া চৌধুরী ও উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ। আরও বক্তব্য রাখেন রেদুওয়ানুল হক, নুরুল আবসার, সাইফুল ইসলাম প্রমুখ।
আইনশৃঙ্খলা সভা
ম ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- ইউএনও রেহেনুমা তারান্নুম। এতে বক্তব্য রাখেন- ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, বিজিবির কাশিপুর কোম্পানি কমান্ডার শরীফ, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এমদাদুল হক মিলন, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
চাষি প্রশিক্ষণ
ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক কামাল উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চাষিদের উদ্দেশে বক্তব্য রাখেন- মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ ক ম হারুন অর রশীদ। উপজেলার বিভিন্ন গ্রামের ৭৫ জন চাষি এই প্রশিক্ষণে অংশ নেন।
মতবিনিময় সভা
ম মাধবদী (নরসিংদী) নরসিংদী
নরসিংদীর মাধবদীতে পূজামন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাধবদী থানার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। মাধবদী থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- এসআই মোজাম্মেল হক, মাধবদী পৌরসভা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র ঘোষ, মাধবদী শ্রী শ্রী গৌর নিতাই আখরাধামের পরিচালক মনোরঞ্জন সূত্রধর, সুজিত রায়সহ থানা এলাকায় অবস্থিত প্রায় ৩৮টি পূজামন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
টিন বিতরণ
ম পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে বিএনপির উদ্যোগে বন্যার্তদের মধ্যে টিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পরশুরাম শেখ কামাল অডিটরিয়ামে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব। আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সামছুল আলম শাকিল, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন প্রমুখ।
অ্যাডভোকেসি সভা
ম রাজস্থলী প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলীতে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্টেকহোল্ডার, জনপ্রতিনিধি, হেডম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটির কর্মীদের নিয়ে কমিউনিটি হেলথ-বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং'র সভাপতিত্বে ও হেলথ প্রোগামের ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাংবাদিক আজগর আলী খান, হেডম্যান উথিনসিন মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা প্রমুখ।
বরণ অনুষ্ঠান
ম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রাণসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আতিকুর রহমানের বদলিজনিত বিদায় ও নবাগত কর্মকর্তা ডা. আশরাফ হোসেনের বরণ অনুষ্ঠান হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় চত্বরে এই অনুষ্ঠান হয়। শ্রীপুর অ্যাগ্রোভেট রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (সারা) সভাপতি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারগিস খানম, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, গাজীপুর প্রাইভেট ভেটেরিনারি ফোরামের সভাপতি ডা. হাসান আল বাকের, বাংলাদেশে অ্যানিমেল হেল্থ কোম্পানিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডা. সারোয়ার জাহান, ভাইজো অ্যান্ড ব্রাদার্স বাংলাদেশের পরিচালক মোস্তফা কামাল, শ্রীপুর উপজেলা পোলট্রি মালিক সমিতির সভাপতি এমএ মতিন প্রমুখ।
ওসির যোগদান
ম নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে মঙ্গলবার যোগদান করেছেন কাজী আরিফ উদ্দিন। এর আগে তিনি রাঙামাটিতে তদন্ত অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৬ সালে এসআই হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার যশাড়ুরা গ্রামের সন্তান।