পিতার সম্পত্তির ন্যায্য অধিকারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে প্রায় দুইশ' কোটি টাকার সম্পত্তির মালিক মৃত. সানা উলস্নাহর আট মেয়ের মধ্যে জীবিত দুই বিধবা মেয়ে তাদের সম্পত্তির ভাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। শহরের নতুন বাবুপাড়ার তিলখাজা রোডের বাপের বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেন তারা। মাহাজাবিন ও সুফিয়াসহ তাদের ছেলেমেয়েরা এবং জামাইরা অভিযোগ করে জানান, মৃত সানাউলস্নাহর দুই ছেলে ও আট মেয়ে। তিনি মারা যাওয়ার আগে তার বিষয়-সম্পত্তি ভাগ বা দলিল করে যাননি। এর সুযোগ নিয়ে তার দুই ছেলে সুবহান উলস্নাহ ও রেজওয়ান উলস্নাহ সব সম্পত্তি তাদের বাবা দুই ভাইয়ের নামে লিখে দিয়েছেন বলে বোনদের সম্পত্তির কোনো ভাগ দেননি। এ বিষয়ে বিভিন্ন সময় আট বোন স্থানীয় কাউন্সিলর, প্রশাসনের লোকজনের কাছে বিচার দিলেও কোনো সুরাহা হয়নি। ইতোমধ্যে তাদের দুই ভাই ও চার বোন ইন্তেকাল করেছেন। বর্তমানে মৃত দুই ভাইয়ের ছেলেমেয়েরা পুরো সম্পত্তি (তিনটি বাড়ি, ফ্লাওয়ার মিল, অয়েল মিলসহ সব সম্পত্তি) ভোগ-দখল করছেন। তাই তারা ন্যায্য সম্পত্তির দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।