শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
যশোরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান

স্টাফ রিপোর্টার যশোর
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান

গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন যশোরের নবাগত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। গত বুধবার বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

মতবিনিময়কালে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, 'আপনারা সমালোচনা করুন, আমি সাদরে গ্রহণ করব। গণমাধ্যমকর্মীরা সমালোচনা না করলে কোন ভালো কাজের দৃষ্টান্ত তৈরি হয় না।' মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরও বলেন, 'বিগত সরকারের আমলে প্রতিটি জায়গায় বৈষম্য ছিল। যার ফলস্বরূপ বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে। এখনো যদি সেই বৈষম্য থাকে তাহলে ছাত্র-জনতার রক্ত বৃথা হয়ে যাবে। আমরা আর কোন বৈষম্য সৃষ্টি করতে চাই না। তাই গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা থাকতে হবে।'

তিনি আরও বলেন, 'জেলার উন্নয়নের স্বার্থে আমরা একটি রূপরেখা তৈরি করব। এখানে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব অনেক বেশি। আমরা চাই সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে। দেশ, জনগণ ও উন্নয়নের স্বার্থে সবাইকে বৈষম্যবিরোধী হওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, প্রেস ক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোরের সম্পাদক জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক ও সমকাল যশোর অফিস প্রধান এস এম তৌহিদুর রহমান, দৈনিক সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার রুকুনউদ্দৌলাহ্‌, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক সম্পাদক এইচ আর তুহিন, সাবেক সভাপতি সাজ্জাদ গণি খান রিমন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সাবেক সভাপতি নূর ইসলাম ও এম আইউব, দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার, জাগোনিউজের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান মিলন, ডিবিসি প্রতিনিধি সাকিরুল কবীর রিটন, বণিক বার্তার প্রতিনিধি আব্দুল কাদের, প্রথম আলোর স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম, দৈনিক যুগান্তরের যশোর বু্যরো প্রধান ইন্দ্রজিৎ রায়, দৈনিক রানারের ডেপুটি এডিটর প্রণব দাস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে