দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান

তিন জেলায় ৯ ব্যক্তি, ৪ প্রতিষ্ঠান ও একটি কারখানায় জরিমানা

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৯ ব্যক্তি, চট্টগ্রামের ফটিকছড়িতে ৪ প্রতিষ্ঠান ও টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় একটি কারখানাকে জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান চালিয়েছে নৌবাহিনী। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বাহেরচর বাজারে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং নৌবাহিনীর রাঙ্গাবালীতে দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার মহসিন কবির মৃধার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে খুচরা বাজারে মাছের অতিরিক্ত দাম রাখা এবং পরিমাপে কম দিয়ে ভোক্তা ঠকানোর অভিযোগে ৮ মাছ ব্যবসায়ীসহ ৯ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গত বুধবার উপজেলা সদর বিবিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার। জানা যায়, মূল্য তালিকা প্রদর্শন না করায় মা স্টোরকে হাজার টাকা, ডিমের দাম বেশি নেওয়ায় ফোরকানের ডিমের দোকানকে এক হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ, মূল্য কাটাকাটি ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রি করায় জান্নাত মেডিকেল হলকে ১৫ হাজার টাকা এবং এসবি ফার্মেসিকে ২০ হাজার টাকাসহ মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকিমূলক অভিযান চালিয়ে কালিহাতী উপজেলার এলেঙ্গায় একটি চিপস কারখানাকে বিভিন্ন অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ প্রক্রিয়ায় বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে চিপস তৈরি, চিপসে আয়োডিনবিহীন লবণ ব্যবহার ও নোংরা পরিবেশের কারণে ফাতেমা ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।