আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের : শাহজাহান চৌধুরী
প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, 'আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের। নানা তন্ত্রমন্ত্রে দীর্ঘদিন শাসিত হয়েও কাঙ্ক্ষিত মুক্তির স্বাধ পায়নি দেশের জনগণ। একথা অনস্বীকার্য যে, বৈষম্য দিয়ে মানুষের মুক্তি কখনোই আসেনি, বরং ক্রমাগতভাবে তা জটিলতার আবর্তে নিক্ষিপ্ত হয়ে দেশ ও জাতিকে আরও গভীর সংকটে পতিত করেছে।' বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের ১৮ নম্বর ওয়ার্ড পূর্ব বাকলিয়া জামায়াতের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।
বাকলিয়া থানা ১৮ নম্ব্বর প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের আমীর ওয়াহিদ মুর্শেদের সভাপতিত্বে এবং জামায়াতের সেক্রেটারি নাছির উদ্দীন সওদাগরের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাকলিয়া থানা জামায়াতের আমীর আব্দুল জব্বার, থানা নায়েবে আমীর আবুল মনসুর, থানা সেক্রেটারী সুলতান আহমদ, মফিজুর রহমান, নুর আহমদ ও মুহাম্মদ নাছির প্রমুখ।
এরপর শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগরীর জামায়াতের থানা প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে সিংহভাগ অর্থ সরবরাহ করে থাকে। কিন্তু বিগত সরকার চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে আরও সমৃদ্ধ করতে হবে।
চট্টগ্রাম মহানগর আমীর শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ডক্টর আ জ ম ওবায়েদুলস্নাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উলস্নাহ, ফয়সাল মুহাম্মদ ইউনূছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, ডা. এ কে এম ফজুলল হক, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।