লাউয়াছড়া জাতীয় উদ্যানের ৫ একর জায়গা উদ্ধার
প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের দখলে থাকা লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার গহীন অরণ্যে প্রায় পাঁচ একর জায়গা উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ।
আ'লীগ সরকারের পতনের পর বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ আ'লীগ নেতাকর্মীদের দখলে থাকা বনের বিভিন্ন জায়গা পুনঃউদ্ধার করতে মাঠে নামে। সেনা সদস্যদের সহযোগিতায় সম্প্রতি কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাগমারা ক্যাম্পের কাছের শাবারি চা বাগান এলাকায় তাদের ভূমি উদ্ধার অভিযানে নামে। এ সময় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, রেঞ্জার আনিছুজ্জামান প্রমুখ।
এদিকে বৃহস্পতিবার উদ্ধারকৃত টিলায় সরেজমিন গেলে দেখা যায়, উদ্ধারকৃত ভূমিতে নতুন চারা লাগানো হয়েছে। টিলার উপর একটি পাকা স্থাপনা তৈরি করেছিলেন সাবেক ওই মন্ত্রী। একটি গভীর নলকূপও বসানো হয়েছে স্থাপনার কাছে। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর আন্দোলনকারীরা এসে ওই স্থাপনাটি ভেঙে একেবারে গুড়িয়ে দিয়েছে। ওই টিলার পাশে ছোট ছোট কাঁচা ঘর নির্মাণ করে কিছু মানুষকে বসবাস করতে দেখা যায়।
এ প্রতিবেদক জানতে চাইলে এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'আমি কিছু বলতে পারবো না। পরে বড় ধরনের সমস্যা হতে পারে।'
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মো. জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ'র কাছে দখলে থাকা প্রায় ৫ একর টিলা ভূমি দখলমুক্ত করা হয়েছে। আমরা দখলে এনে হরীতকী, বহেড়া, জামসহ বিভিন্ন ফলজ ও ওষুধি চারা রোপণ করেছি।