ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নরসিংদী প্রতিনিধি
দেশের বিভিন্ন এলাকায় মাজার শরিফে এবং গত ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর আনন্দ শোভাযাত্রায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নরসিংদী প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সভা হয়।
'বিশ্ব ইনসানিয়াত বিপস্নব স্টুডেন্ট ফ্রন্ট'- এর নরসিংদী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- ইনসানিয়াত বিপস্নব বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সভাপতি মিলন মোর্শেদ, মহিউদ্দিন রায়হান, কাওছার আহমেদ, শাহ আলম শাহরিয়ার, শাহাদাত হোসেন, সজিব শাহরিয়ার, রকিব আহমদে, নাইমুল হাসান জিলানী, আরমান আকবর, সবুজ মিয়া, সেলিম মিয়া, হালিম খন্দকার, নাঈম আহমেদ নিলয় প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবীর আনন্দ শোভাযাত্রায় নারায়ণগঞ্জ, ব্রাক্ষ্ণণবাড়িয়ার বিজয়নগর, কসবা, ফেনির দাঘনভূইয়া এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরসহ দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হওয়ার আগে বিভিন্ন এলাকায় মাজার শরিফে হামলা, ভাঙচুর এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।