শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

দুই জেলার সড়কে নিহত ২

স্বদেশ ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দুই জেলার সড়কে নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় ও চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীসহ দুজনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞাত এক পথচারী নারী (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে ভাঙ্গা পৌরসভার খাড়াকান্দি নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুলস্নাহ হেল বাকি জানান, ঘটনাস্থল থেকে ওই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেপরোয়া কোনো গাড়ির ধাক্কায় উক্ত মহিলা মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত গাড়িটির সন্ধান করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাসের সঙ্গে সিএনজির চালিত অটোরিকশার সংঘর্ষে হেলাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের সৈয়দ নুরের ছেলে। এ দুর্ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। সোমবার উপজেলার বড়উঠান রাস্তার মাথা এলাকায় এ দুঘটনা ঘটে। আহতরা হলেন- রিয়াদ (৩০), সাজ্জাদ (৩০), আয়াছ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে উল্টো পথে আসা মাইক্রোবাস সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। তখন ওই সিএনজিতে থাকা চালকসহ মোট চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় একই সিএনজির যাত্রী হেলালের মৃতু্য হয়।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, পুলিশ আহতদের উদ্ধার করে চমেক হাসপাতাল প্রেরণ করেছেন। শুনেছি আহতদের একজন মারা গেছেন। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে