চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
চট্টগ্রাম বু্যরো জানিয়েছে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের সদস্যরা। উদ্ধার মুদ্রা ২ লাখ ৫ হাজার ৭১৪ মার্কিন ডলারের সমতুল্য। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট বিএস-৩৪৩ থেকে ওই যাত্রীকে বিদেশি মুদ্রাসহ আটক করা হয়।
জানা যায়, আটক যাত্রীর জাকির হোসেন লক্ষ্ণীপুরের রামগঞ্জ এলাকায় আবদুল হাইয়ের ছেলে। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিলেন। বর্তমানে থাকেন পুরাতন ঢাকার বংশাল এলাকার শিক্কাটুলিতে। জাকির হোসেন নিয়মিত মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন এবং তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ রয়েছে।
বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম। ইব্রাহিম খলিল জানান, জাকির হোসেন ইউএস বাংলা এয়ারলাইন্সে দুবাই যাচ্ছিলেন। তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই ফ্লাইটে ওঠেন। ফ্লাইটটি ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা। ওই যাত্রী বিমানের সিটে বসা ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই বিমানে ঢুকে তাকে বৈদেশিক মুদ্রাসহ আটক করে। ওই যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা করা হবে।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার গুনিয়াউক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন নাসিরনগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহ আলম পাঠান। ওই মামলার ১০নং আসামি নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেন। নাসিরনগর থানার ওসি আব্দুল কাদের বলেন, আটক লতিফ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।