সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
কৃষি সহায়তা ম লক্ষ্ণীপুর প্রতিনিধি লক্ষ্ণীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সাড়ে ৪ কোটি টাকা কৃষি সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা 'আশা'। বুধবার লক্ষ্ণীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশার লক্ষ্ণীপুর সদর অঞ্চলের রিজোনাল ম্যানেজার মোহাম্মদ বাহাদুর ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোলস্না জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র রিজিয়নের ম্যানেজার সাইফুদ্দিন। এছাড়া ভবানীগঞ্জ এক ও দুই ব্রাঞ্চের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি খুলনার পাইকগাছায় জাতীয় শিক্ষা পদক ২০২৪-এ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ২৩নং পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাশাপাশি একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রত্নেশর সরকার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, 'শিক্ষক অভিভাবক, প্রশাসন ও প্রাথমিক শিক্ষা দপ্তরসহ সবার সহযোগিতায় বিদ্যালয়ের লেখাপড়ার মান অনেক বেড়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় দিবসের কুচকাওয়াজ, খেলাধুলা এবং প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করছে। এবার সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় আমরা সবাই গর্ববোধ করছি।' প্রশিক্ষণ অনুষ্ঠিত ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এসএম ইমাম রাজী টুলু। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে তাসনিম ঊর্মি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মনজুর-ই-এলাহী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া, তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের অ্যাডভোকেসি কর্মকর্তা তরুণ কান্তি দাশ প্রমুখ। আলোচনা সভা ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে জেন্ডার সমতা, বাল্যবিয়ে এবং সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিসেফের সহায়তায় এবং সুশীলন প্রকল্পের বাস্তবায়নে আলোচনা সভায় সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। এস.বি.সি সিলেট প্রকল্পের উপজেলা সমন্বয়ক মোহাম্মদ আব্দুল মালেকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মো. আলমগীর। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান ছবাব মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ প্রমুখ। শিক্ষা পদক ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর নেতৃত্বে বছাই কমিটি কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে চূড়ান্তভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। নির্বাচিতদের তালিকায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন- মহিতুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা কল্যাণী রানী বাড়ৈ, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক অনুপ বোস, সহকারী শিক্ষিকা ঝুমা রায়, শ্রেষ্ঠ কাব শিক্ষক কাজী কামরুল, শ্রেষ্ঠ বিদ্যালয় সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার ও শ্রেষ্ঠ কর্মচারী হয়েছেন বিপস্নব কান্তি দাস। ইউএনওর যোগদান ম দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গরা দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোছা. মমতাজ মহল। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান ও বিকালে আনুষ্ঠানিকভাবে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে তিনি মাগুরার শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হন। দায়িত্ব গ্রহণের সময় তাকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদসহ উপজেলার সব অফিসার। মতবিনিময় সভা ম কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার কলারোয়ার নবগত উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের শিক্ষকরা। বুধবার ইউএনওর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক আনারুল ইসলাম, সিনিয়র প্রভাষক আমজাদ হোসেন, সিনিয়র প্রভাষক গণেশ চন্দ্র, সিনিয়র প্রভাষক কামরুজ্জামান বকুল, সিনিয়র প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক আরিফ মাহমুদ, প্রভাষক মারুফ হোসেন, প্রভাষক আতিকুর রহমান প্রমুখ। ঈদে মিলাদুন্নবী ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়ির উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানায় ঈদে মিলাদুন্নবনী (সা.) এবং বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) চান্দ্রবার্ষিকী ফাতেহা শরিফ অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এই কর্মসূচিতে প্রতিষ্ঠানের সুপার আনোয়ার সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য এসএম মোরশেদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন- মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভান্ডারির উপাধ্যক্ষ মাওলানা মঈনুদ্দীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বলাই কুমার আচার্য্য, হাফেজ আব্দুর রশিদ, মুজিবুল হক, তাকরিম উদ্দীন, শফিউল আজম চৌধুরী, নুরুল করিম, মাসুদুল করিম প্রমুখ। হাফেজ জোনাঈদ হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সহসুপার শাফায়াত হোসাইন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সব নেয়ামতের মূল ও সব সৃষ্টির রহমতের উৎস রহমতুলিস্নল আলামিন। নবী করিম (সা.) এর পবিত্র জীবনের বিভিন্ন দিক আলোচনা করাই হলো মিলাদুন্নবী (সা.) উদযাপনের মূল উদ্দেশ্য। সনদ বিতরণ ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের ইন্দুরকানীতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে পলস্নী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি শীর্ষক প্রকল্পের আওতায় নারীকর্মীদের চেক এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রনজিত দে। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নাহিদুল হক। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন- উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন। ক্যাম্পেইন অনুষ্ঠিত ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে কিশোর-কিশোরী গর্ভবতী- প্রসূতি শিশুসহ পিভিসির সদস্যদের নিয়ে বস্নাড গ্রম্নপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে ১৭০ জনের বস্নাড গ্রম্নপ নির্ণয় করা হয়। মঙ্গলবার উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের পালেস্না পাড়া সামাজিক উন্নয়ন কেন্দ্রে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন- টেকনিক্যাল অফিসার নিউট্রিশন মেহেদী হাসান। বস্নাড গ্রম্নপিং করেন- ডিএমটি ল্যাব মেডিসিন তানজিল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- শাখা ব্যবস্থাপক মাুসদ রানা, সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি ফারুক হোসেন, সিএনএইচপি মেরিনা সরেন ও রত্না মাহাতো। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জামালপুরের ইসলামপুরে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন-বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার চরপুটিমারি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বেইস প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক তাহেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- চরপুটিমারি ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মাস্টার। বক্তারা জলবায়ু পরিবর্তন ও জীবনমান উন্নয়নে বেশি করে গাছ লাগাব, গাছ কাটা থেকে বিরত থাকব, জলবায়ুর ক্ষতির দিক হ্রাসকরণের জন্য কাজ করব বলে প্রতিজ্ঞা করেন। এ সময় উপস্থিত ছিলেন- গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় ইউপি সদস্য, সাংবাদিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সুধীজন ও এনজিও প্রতিনিধিসহ আরও অনেকে। আইনশৃঙ্খলা সভা ম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুর চিরিরবন্দরে শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে পুজামন্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও প্রাসঙ্গিক বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোলস্না, চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত খান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. নবিন রায়, চিরিরবন্দর পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব নারায়ণ চন্দ্র রায় প্রমুখ। ওসির যোগদান ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশায় নতুন থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শাহিন রেজা। সোমবার বিকালে তিনি থানা অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। জানা গেছে, এর আগে তিনি নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। সদ্যযোগদানকৃত থানা অফিসার ইনচার্জকে শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও আরিফ আদনানসহ কর্মকর্তারা। মতবিনিময় সভা ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, 'সাংবাদিকরা সমাজের দর্পন ও বিবেক। সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্যাবলীর বিষয়ে মতামত প্রদানে একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমার আন্তরিক ও দায়িত্ববোধের অভাব থাকবে না।' এ সময় উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, সহ-সভাপতি শিশির আলম, সাধারণ সম্পাদক ময়নুল হোসাইন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। কর্মী সমাবেশ ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জে পৌর জামায়াতের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা শহিদ হাফিজার রহমান অডোটরিয়াম হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ শিহাবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পশ্চিম শাখার আমির অধ্যক্ষ মাওলানা আ. হক সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের পশ্চিম শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুল হাকিম সরকার, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল হালিম বিপস্নব প্রমুখ। চারা বিতরণ ম ধুনট (বগুড়া) প্রতিনিধি বগুড়ার ধুনট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে ফুটবল ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা মডেল মসজিদের হল রুমে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, সহকারী শিক্ষা অফিসার ওবায়দুর রহমানসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। সংবর্ধনা প্রদান ম গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি নাটোরের গুরুদাসপুরের রোজী মোজাম্মেল মহিলা কলেজ পরিচালনা পর্ষদের নতুন অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কলেজটির দাতা পরিবারের সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে তাকে কলেজটির সভাপতি নির্বাচিত করা হয়। এ উপলক্ষে বুধবার দুপুরে কলেজে তার আগমনে ফুল দিয়ে বরণ করেন অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধ্যক্ষ মাহাতাব উদ্দিন, সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, বিএনপি নেতা নাজমুল করিম নজু, প্রভাষক আব্দুস সামাদ প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভা ম কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার কলারোয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইসলামী ব্যাংকের কলারোয়া শাখায় ওই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুল বারী ইমামি। প্রধান বক্তা ছিলেন সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। ব্যাংকটির কলারোয়া শাখার ব্যবস্থাপক শাহানুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, মাওলানা ওমর আলী, মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচি ম বেলাবো (নরসিংদী) প্রতিনিধি 'গাছ লাগাই, পরিবেশ বাঁচাই' এই প্রতিপাদ্যে নরসিংদীর বেলাবোর চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা,র্ যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ'র আয়োজনে, মালালা ফান্ডের অর্থায়নে ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ্‌ নায়কের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গণসাক্ষরতা অভিযানের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক দানা প্রমুখ। ওসি'র যোগদান ম কাউনিয়া (রংপুর) প্রতিনিধি রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মমিনুল ইসলাম সোহেল। মঙ্গলবার রাতে হারাগাছ থানার দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে তিনি সিরাজগঞ্জ থানায় কর্মরত ছিলেন। নবাগত ওসি মমিনুল ইসলাম সোহেল হারাগাছ থানার আওতাধীন এলাকায় সব অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্থানীয় সবার সহযোগিতা কামনা করেছেন। প্রস্তুতি সভা ম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফরিদপুরের সদরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আল মামনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, থানার ওসি মোতালেব হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওমর ফয়সল, কৃষি কর্মকর্তা নিটুল রায়, আবাসিক প্রকৌশলী শাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু এসান মিয়া, উপজেলার বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোলস্না, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, উপজেলা জাকের পার্টির সভাপতি আ. রাজ্জাক প্রমুখ।