নেত্রকোনার কলমাকান্দায় ছয়টি গ্রামকে স্মার্ট ইকো-ভিলেজ, পরিবেশবান্ধব গ্রাম ও ছয়টি বিদ্যালয়কে সবুজ বিদ্যালয় ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপির সহায়তায় লেঙ্গুরা ইউনিয়নের গোপালবাড়ী চেংগ্নী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘোষণা দেওয়া হয়।
নাজিরপুর এপিম্যানেজার পরিতোষ রেমার সভাপতিত্বে ছিলেন উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়া, খারনৈইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু, নাজিরপুর এপির প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা, মৌরশ্মিলিমা ঘাগ্রা, টুকি চাম্বুগং, সুরেশ কুমার রায়, ও সিস্টেম সাপোর্ট অফিসার নিপা মানখিন। উদ্বোধনী অনুষ্ঠানে নাজিরপুর, খারনৈ ও লেঙ্গুরা ইউনিয়নের ছয়টি গ্রাম ও ছয়টি বিদ্যালয়কে স্মার্ট ইকোভিলেজ, পরিবেশবান্ধবগ্রাম ও সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়।