বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, 'আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। দেশের সংবিধানকে টেনে ছুড়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছিল। তার পরিণতি এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল স্বৈরাচার হাসিনা।'
সোমবার নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ খায়েরের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান খান পাঠানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মো. আহাদুনের বাবা মজিবুর রহমান, মেহেদী হাসানের বাবা বাচ্চু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে আন্দোলনে নিহত কলমাকান্দা স্কুলশিক্ষার্থী মো. আহাদুন, ভ্যানচালক সোহাগ মিয়া, পোশাকশ্রমিক আব্দুলস্নাহ আল মামুন ও মেহেদি হাসানের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে সহযোগিতা দেওয়া হয়।