দুই জেলার সড়কে নিহত ২

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নারী এবং কুমিলস্নার নাঙ্গলকোটের ড্রাম ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী প্রবাসী যুবক নিহত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী শিউলি আক্তার (৪৫) নিহত এবং স্বামী শরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহত স্বামী শরিফুলকে কুমুদিনী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিউলি আক্তার চাঁদপুর জেলার শরিফুল ইসলামের স্ত্রী এবং মির্জাপুরের স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিডেটের প্রোডাক্টসন বিভাগের সহকারী টিম লিডার ছিলেন। আহত স্বামী শরিফুল ওই কোম্পানির ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত। মির্জাপুর থানার এসআই জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী কর্মস্থল থেকে মোটর সাইকেলযোগে বাসায় ফিরছিলেন। এ সময় মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে অজ্ঞাত একটি বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিউলি মারা যান। নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার নাঙ্গলকোটের ড্রাম ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী বাহরাইন প্রবাসী আলমগীর হোসেন (৩২) নিহত হয়েছেন। বুধবার উপজেলার বাঙ্গড্ডা মধ্যম বাজার এলাকায় লাকসাম-চৌদ্দগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নুরপুর গ্রামের মিয়াজী বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাহরাইন প্রবাসী আলমগীর হোসেন মোটর সাইকেলে করে স্থানীয় বাঙ্গড্ডা বাজার বটতলা থেকে গ্রামের বাড়ি নুরপুর যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাককে ওভারটেকিং করতে গিয়ে তার মোটর সাইকেল ব্রেক করায় মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে ড্রাম ট্রাকের নিচে চলে যায়। এতে ড্রাম ট্রাকচাপায় আলমগীর ঘটনাস্থলে মারা যান। নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে। এলাকাবাসী ড্রাম ট্রাকটি আটক করেছে।