শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে দুই জেলায় মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে দুই জেলায় মানববন্ধন

নোয়াখালীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার বিচার ও নারায়ণগঞ্জের ফতুলস্নায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার ঘটনায় অপরাধী রনির ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় ৭১ জাদুঘরের সামনে শিক্ষার্থী ও ছাত্রসমাজ মানববন্ধন করে।

শিক্ষার্থীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রম্নত খুনি আবদুর রহিম রনির বিচার করে ফাঁসির দাবি করেন। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ার দেন তারা।

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকালে নোয়াখালী জেলা শহরের পূর্ব লক্ষ্ণীনারায়ণপুর এলাকায় নিজ বাসা থেকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় নিহতের মা রাজিয়া সুলতানা রুবি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন এ ঘটনায় অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় রনি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের ফতুলস্না থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনকে জবাই করে হত্যা চেষ্টার প্রতিবাদ এবং অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করেছে স্বেচ্ছাসেবক দল। বুধবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ফতুলস্না থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন, 'জাকির হোসেন রবিনের রক্ত আমরা বৃথা যেতে দিব না। যে সন্ত্রাসীরা আজ বিএনপির ওপর কাপুরুষের মতো হামলা চালিয়েছেন, যারা বিএনপির নেতাকর্মীদের আহত করেছেন। তাদের বিচার অবিলম্বে করতে হবে। যারা জাকির হোসেন রবিনের ওপর হামলা করেছে তাদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।'

ফতুলস্না থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদকারের সভাপতিত্বে ও ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- ফতুলস্না থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু, থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে