কিশোরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে এক অসহায় নারীর কাছ থেকে ভিজিডি কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে জাপা সমর্থিত ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্র্র্র্র্র্র্র্র্র্দী গ্রেনেট বাবুর বিরুদ্ধে। গত রোববার এবিষয়ে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রুমি আক্তার নামে এক ভুক্তভোগী। জানা যায়, ভুক্তভোগী রুমি আক্তারের নিজস্ব কোনো সহায়-সম্পদ নেই। দীর্ঘদিন ধরে ভিজিডি কার্ডের মাধ্যমে চাল উত্তোলন করে আসছেন। এমতাবস্থায় গত ১৫ সেপ্টেম্বর চাল তুলতে গেলে তার হাতে থাকা কার্ডটি কেড়ে নেন ইউপি চেয়ারম্যান। কারণ জানতে চাইলে ইউপি চেয়ারম্যান বলেন, তার মানববন্ধনে না যাওয়ায় তাকে চাল দেওয়া হবে না। ভুক্তভোগী রুমি আক্তার সংবাদকর্মীদের জানান, 'অনেক ভিজিডি কার্ডধারী ব্যক্তিকে মানববন্ধনে যাওয়ার জন্য বাধ্য করেন চেয়ারম্যান। আমি অসম্মতি জানালে আমার কার্ডটি কেড়ে নেন।' ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্র্র্র্র্র্র্র্র্র্দী গ্রেনেট বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন, 'রুমি আক্তার একজন সচ্ছল ব্যক্তি হওয়ায় নামটি কেটে দেওয়া হবে।' এ বিষয়ে ইউএনও মৌসুমী হক বলেন, 'অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'