সুনামগঞ্জের মধ্যনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান তাকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্তির আদেশ জারি করেন।
জানা গেছে, চলতি বছরের গত ৩১ আগস্ট 'মধ্যনগর সীমান্ত এখন চোরাচালান ও মাদকের অভয়ারণ্য' এই শিরোনামে দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি বিভাগীয় রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্তে নামার পর ওসি এমরান হোসেনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা পান।
এ বিষয়ে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলী ফরিদ বিষয়টি জানান, যেহেতু সরকারি চাকরি করেন সেহেতু কর্তৃপক্ষ বদলি করতে পারেন এটাই স্বাভাবিক।