শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বদলগাছীতে খাদ্যবান্ধব চাল বিতরণে বিলম্ব বিপাকে সুবিধাভোগীরা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধ
  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বদলগাছীতে খাদ্যবান্ধব চাল বিতরণে বিলম্ব বিপাকে সুবিধাভোগীরা

নওগাঁর বদলগাছীতে একটি আবেদনে খাদ্যবান্ধব চাল বিতরণে বিলম্ব হওয়ায় সুবিধাভোগীরা চরম বিপাকে পড়েছেন।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন ও শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পর থেকে সারা দেশে দেখা যায় ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও চাঁদা আদায়ের ঘটনা ঘটে। নওগাঁর বদলগাছী উপজেলা এর ব্যতিক্রম নয়। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৬ জন ডিলারের অপসারণের দাবিতে বদলগাছী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করা হয়। আবেদনের পর দফায় দফায় বদলগাছী উপজেলা বিএনপি নেতারা ও সংশ্লিষ্ট অধিদপ্তরের লোকজন ইউএনও'র সঙ্গে আলোচনায় বসেন। আলোচনান্তে ইউএনও মাহবুব হাসান লিখিতভাবে ১০ সেপ্টম্বরের মধ্যে ব্যাংকে টাকা জমা দেওয়ার নির্দেশ দেন। তারা ওইদিন টাকা জমা দিয়ে ব্যাংক চালান খাদ্য অধিদপ্তরে জমা দিতে গিয়ে জানতে পায় তিনি নওগাঁতে অবস্থান করছেন।

১১ সেপ্টম্বর ব্যাংক চালান জমা দেওয়া হলেও খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সাবরিনা মোস্তারী গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। যেহেতু তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেহেতু কমিটির তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এভাবে খাদ্য কর্মকর্তা সাবরিনা মোস্তারী নির্বাহী কর্মকর্তাকে দেখিয়ে দেওয়া, আবার নির্বাহী কর্মকর্তা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কথা বলায় কালক্ষেপণ করেন।

উপজেলা তেজাপাড়া গ্রামের নন্দলাল, ডাঙ্গীসারা গ্রামের বয়তুল, রশিদ, গাজিমদ্দীনসহ অনেকে জানান, 'আমরা প্রতি মাসে ১০-১১ তারিখে চাল পাই। কিন্তু এবার আমরা চাল না পেয়ে বিপাকে পড়েছি।' উপজেলা খাদ্য কর্মকর্তা সাবরিনা মোস্তারীর সঙ্গে কথা বললে তিনি জানান, প্রসেস মোতাবেক কাজ চলছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে তিনি রাজি নন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, বিষয়টি নিয়ে তিনি খুব চাপে রয়েছেন। তবে সব সমাধান করবেন বলে তিনি জানিয়েছেন।

জেলা খাদ্য কর্মকর্তা জানান, আগামী ২২ সেপ্টম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। ৩০ সেপ্টম্বর পর্যন্ত চাল বিতরণ করতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, তিনি ডিলারদের মাধ্যমে চাল বিতরণ করবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে