শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সৈয়দপুরে দোকান দখলসহ মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নীলফামারীর সৈয়দপুরে মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন -যাযাদি

ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতনের পর ৫ ও ৬ আগস্ট নীলফামারীর সৈয়দপুরে শহরের পাঁচমাথা ফার্মেসি নামের দোকান দখল, মালামাল লুটপাট করাসহ মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের সৈয়দপুর পস্নাজা মার্কেটের একটি রেস্টুরেন্টে বুধবার সকাল ১১টার দিকে ভুক্তভোগী পরিবারের লোকজন এ সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে দোকানের মালিক মাসুদুর রহমান লেলিনের স্ত্রী লাবনী আক্তার লিখিত বক্তব্যে জানান, তার স্বামী বিদেশে অবস্থানের পর দেশে ফিরে ওই দোকান কিনে প্রায় ১০ বছর থেকে ওষুধের ব্যবসা করে আসছেন। ঘটনার দিন তার স্বামীর অবর্তমানে সাহাবাজ পলিথিন স্টোর দোকানের মালিক সাবের আলী আনসারীর ছেলে ছাত্রদল সৈয়দপুরের সহ-সভাপতি ইমরান এবং তার ভাই সাহাবাজ, আব্দুস সালামসহ তাদের লোকজন সশস্ত্র বাহিনী নিয়ে অবৈধভাবে দোকানে প্রবেশ করে। এরপর তারা দোকানের দেয়াল ভেঙে রক্ষিত নগদ ৫৫ হাজার ৬শ' টাকা, দোকানে রাখা ওষুধপত্র, আসবাবপত্র, ওষুধ রাখারর্ যাক, টেবিল, সিসিটিভি ক্যামেরা, আইপিএস নিয়ে যায়। পরে ফার্মেসির সাইনবোর্ড খুলে সাহাবাজ প্যাকেজিং স্টোরের সাইনবোর্ড লাগায়। এসব বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সমিতিসহ আইন প্রয়োগকারী সংস্থাসহ সেনাবাহিনীকে ঘটনা জানানো হয়। তারপরও অবৈধ দখলদাররা তাদের দোকান ঘরের দখল ছাড়েনি। বরং তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এবং তাদের পরিবারের লোকজনকে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি প্রদান করছে। যার জন্য তারা সংবাদকর্মীদের লেখনীর মাধ্যমে বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে এনে এর সুষ্ঠু বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওষুধ দোকানের মালিক মাসুদুর রহমান লেলিনের ছেলে ইয়াছিন রহমান অনিক, মেয়ে মুশফিকা জান্নাত আরশী ও শ্বশুর লিয়াকত আলী সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে