কেন্দুয়ায় জমি বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা দুই জেলায় ২ মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে একজন নিহত, আহত ৫
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
গোপালগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। অন্যদিকে, নেত্রকোনার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও পাবনার সাঁথিয়া ও চট্টগ্রামের চন্দনাইশে দুই লাশ উদ্ধার করা হয়। প্রতিনিধিদেও পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই বংশের লোকের মধ্যে সংঘর্ষে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত ও অপর ৫ জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার মহিষতলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ওসি মুস্তফা কামাল বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এসময় একই গ্রামের সতীশ রায় সংঘর্ষ ঠেকাতে গেলে একজন তার মাথায় আঘাত করে। এতে তিনি মারাত্মক আহত হলে উপজেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুকসুদপুর থানায় মামলা করেনি কেউ।
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাজুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপেেজলার রোয়াইলবাড়ি ইউনিয়নের সহিলাটি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়- নিহত তাজুলের সেেঙ্গ চেংজানাগ্রামের লেহাজ উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত সোমবার লেহাজ উদ্দিন গংরা তাজুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। তার চিৎকারে স্ত্রী মরিয়ম আক্তার (৫৫) ও মেয়ে হেনা আক্তার (৩০) এসে বাধা দিলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নিয়ে যায়। রাতে আশঙ্কাজনক অবস্থায় তাজুলকে ঢাকা মেডিকেলে ভর্তি করলে সেখানে পরদিন মঙ্গলবার সন্ধ্যায় মৃতু্যবরণ করেন তিনি।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন- হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় অজ্ঞাতনামা (৫৫) এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ভূলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই বায়নাপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান বলেন, সকালে ওই ধানক্ষেতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় হয়ত তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্য জায়গা থেকে হত্যা করে ওই এলাকার একটি ধানক্ষেতে মরদেহ ফেলে রেখে গেছে তারা। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর রেলষ্টেশন সংলগ্ন গার্ড পোস্টের সামনে থেকে মোহাম্মদ রায়হান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রায়হান কক্সবাজার জেলার পেকুয়া থানার টাইটং এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। ভিকটিমের বড় ভাই আবু বক্কর তার ভাইয়ের লাশ সনাক্ত করে বলেন, সে ওই এলাকায় রাজমিস্ত্রির কাজ করত। তাৎক্ষণিকভাবে মৃতু্যর কারণ জানা যায়নি। রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশকে হস্তান্তর করে। চন্দনাইশ থানার এসআই উইক?্য সিং পরবর্তী আইনানুগ ব?্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।