আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ফল সেমিস্টার ২০২৪-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটিস্থ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন প্রধান অতিথি, উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বিশেষ অতিথি এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, টেক্সটাইল বিভাগের ডিসটিংগুইস্ড প্রফেসর ও চেয়ারপার্সন ড. নিতাই চন্দ্র সূত্রধর, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, এলপিআর প্রমুখ। অনুষ্ঠানে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুলস্নাহ্, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ ও বিভিন্ন বিভাগের চেয়ারপারসন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থী ও উপস্থিত সকলের উপস্থিতিতে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্যরা। পরে স্ব স্ব বিভাগ তাদের শিক্ষার্থীদের বিভাগীয় নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। সংবাদ বিজ্ঞপ্তি