সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

প্রতিনিধি
ফুটবল টুর্নামেন্ট ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন- ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসফাকুল কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, উপজেলা জামায়াতের আমির বাবলুর বশীদ, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি প্রভাত সমির শাহজাহান প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সসম্পাদক জিলস্নুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। কর্মশালা অনুষ্ঠিত ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে 'বিদেশফেরতদের পুনরেত্রীকরণ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার চুমুরদী ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আতিয়ার রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। অনুষ্ঠানে চুমুরদী ইউনিয়ন পরিষদের সদস্য, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, বিদেশফেরত অভিবাসীরা উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ফরিদপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর খালিদ মোহাম্মদ সাইফুলস্নাহ। কর্মশালা আয়োজনে সহযোগিতা করেন- ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট সৈয়দ তানভীর ইসলাম, ভাঙ্গার ফিল্ড অর্গানাইজার পার্থ দাস। ডিলার নির্বাচিত ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই লটারি অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে দুপচাঁচিয়া সদর ইউনিয়নের ইসলামপুর বাজার বিক্রয়কেন্দ্রের আব্দুর রশিদ প্রামাণিক, বাজারদীঘি বাজারে আব্দুল হান্নান প্রামাণিক, চামরুল ইউনিয়নের পোথাট্টি বাজারে শাহীনুর রহমান, জিয়ানগর ইউনিয়নে বিপস্নব হোসেন, ছোট নিলাহালীতে আবু তালেব, গুনাহারে রুহুল আমিন, তালুচ বাজারে তানজিল হোসেন, গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজারে আলেফ উদ্দিন ও চৌমুহনী বাজারে রেজাউল করিম ডিলার হিসেবে নির্বাচিত হয়েছে। মতবিনিময় সভা ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় 'প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন' বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলমাকান্দা প্রেস ক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ'র (বারসিক) আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও কলমাকান্দা বারসিকের সমন্বয়কারী গুঞ্জন রেমার সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৌহার্দ্য দারিং, বারসিক'র নেত্রকোনার আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং পপ্রম্নখ। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ম লংগদু (রাঙামাটি) প্রতিনিধি রাঙামাটির লংগদুতে উপজেলাপর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. জাহাঙ্গীর আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ ও শিক্ষা কর্মকর্তার এম. কে ইমাম উদ্দিনের সাক্ষরিত এক পত্রে 'জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪' প্রদানে উপজেলা পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, 'আমি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলামের ওপর গুরুত্ব আরোপ করি, যা তাদের সার্বিক মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি।' অফিস উদ্বোধন ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই হাটে এই অফিস উদ্বোধন করা হয়। মোমিনপুর ইউনিয়নের যশাই উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা সেক্রেটারি আবু সায়েম শাহ'র সভাপতিত্বে ও উপজেলা ওলামা পরিষদের সদস্য আ. রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা ওলামা বিভাগের সদস্য মাওলানা সাইদুজ্জামান। উপহার সামগ্রী ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি বন্যায় পানিবন্দি হয়ে প্রায় এক মাস আশ্রয়কেন্দ্রে থাকা অবস্থায় গত রোববার পূত্র সন্তানের জন্ম দেন নোয়াখালীর সেনবাগের এক নারী। মঙ্গলবার নবজাতকের জন্য উপহার সামগ্রী নিয়ে আশ্রয়কেন্দ্রে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে পূত্র সন্তানের জন্ম দেন উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের দুলু পাটোয়ারী বাড়ির অটোচালক আবদুল জলিলের স্ত্রী ইয়াছমিন আক্তার। শিশুটির নাম রাখা হয়েছে মোস্তাকিম। সভা অনুষ্ঠিত ম খুলনা অফিস খুলনার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, একটা সময় তথ্যের প্রবাহ সীমিত ছিল। তথ্যের প্রবাহ একটা জরুরি বিষয়। গণমাধ্যমের শক্তি বিশাল। শক্তির জায়গা থেকে খুলনার গণমাধ্যম প্রকৃত সংবাদ তুলে ধরে প্রশাসনকে সহযোগিতা করবে বলে আশা করছি।' মতবিনিময়কালে সাংবাদিকরা খুলনার ইজারা দেওয়া খালগুলো উন্মুক্ত করে দেওয়া, জলাবদ্ধতার সমাধানসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরিচিতি সভা ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী নোয়াখালীতে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নবগঠিত সদর উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শহরের গ্রিন হল চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি ডা. এমএ নোমান। উপজেলা শাখার সাবেক সভাপতি ডা. আবদুস সাত্তার ফরাজির সভাপতিত্বে ও সদর উপজেলা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম সায়েদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক গৌতম ভট্ট, সদর উপজেলা কমিটির সাবেক সভাপতি অসীম রায় নয়ন। চারা বিতরণ ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদ চত্বরে এ ধানের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার এই চারা বিতরণ করেন। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে ১৭ বিঘা জমি চাষাবাদের জন্য আমন ধানের চারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ছিলেন বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলস্নাল হোসেন, সাংবাদিক খ.ম. হারুনুর রশীদ ঢালী, বিজিবির ৬০ ব্যাটালিয়নের সুবেদার সেলিম সরকার প্রমুখ। পুরস্কার বিতরণ ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়ায় স্বনামধন্য কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুল মতিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান। সহকারী শিক্ষক সুরমান আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী, প্রেস ক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ। চক্ষু ক্যাম্প ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে ডাচ্‌-ব্যাংকের দৃষ্টি প্রোগ্রামের আওতায় এবং গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদানসহ ১৫৪ ছানি পড়া রোগীর অপারেশনের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান প্রমুখ। মতবিনিময় সভা ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়ায় সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন। মঙ্গলবার ভাঙ্গুড়া থানা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি, জামায়াত, হিন্দু সম্প্রদায়ের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংবাদিক, ব্যবসায়ী নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। এ সময় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার হাবিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, সাবেক সম্পাদক নূর মুজাহিদ স্বপন, পাবনা জেলা নায়েবে আমির অধ্যাপক আলী আজগর প্রমুখ। প্রস্তুতিমূলক সভা ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের কাহারোলে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাহারোল কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবু সুশীল চন্দ্র রায়ের সভাপতিত্বে ছিলেন জামায়াতে ইসলাম দিনাজপুর জেলা উত্তর কর্মপরিষদ সদস্য মাওলানা মো. খোদা বখস, জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা তরিকুল ইসলাম, সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভা ম মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর নবনিযুক্ত জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তানিয়া ফেরদৌসসহ জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা। এতে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছিলেন। নবাগত জেলা প্রশাসক মাদারীপুরকে একটি সুশাসনের মাধ্যমে সব ধরনের অপরাধ নির্র্মূল করার আপ্রাণ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎ ম শেরপুর প্রতিনিধি শেরপুরের নবাগত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম। মঙ্গলবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অফিসকক্ষে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিচার বিভাগের সঙ্গে জেলা পুলিশের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করার আশা ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিচারকরা ছিলেন। প্রশিক্ষণ কর্মশালা ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষিদের মধ্যে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষিদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার মালাকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম। কমিটি গঠন ম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার সম্মিলিত ১৭ সদস্যবিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। সোমবার উলিপুর বহুমুখী আলিয়া সিনিয়র মাদ্রাসার হলরুমে সব শিক্ষকদের সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুলকে সভাপতি, অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক এহসানুল করিম প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। কমিটি অনন্যা সদস্য হলেন সোলায়মান আলী সরকার, মেহেরুজ্জামান, মাহাতাব উদ্দিন, শামছুল আলম, মোজাম্মেল হক, রাকিবুল হাসান, মাওলানা মহিউদ্দিন, মিজানুর রহমান, হুমায়ূন কবির, আবু বকর সিদ্দিক প্রমুখ।