দক্ষিণ কোরিয়ায় সাগরে গোসলে নেমে বেলাব'র দুই যুবকের মৃতু্য
প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
বন্ধুদের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সাগরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে মৃতু্য হলো নরসিংদীর বেলাব'র প্রবাসী দুই যুবকের। তারা হলেন- সাকিবুর রহমান সঞ্জিব (২৩) বেলাব'র উপজেলার নারায়ণপুর ইউনিয়ন দড়িকান্দি গ্রামের মুজিবুর রহমানের ছেলে ও টেক পাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সৈকত হোসেন শান্ত (২৪)। গত সোমবার বিকালে এ ঘটনা ঘটে বলে তাদের পরিবার জানিয়েছে।
জানা যায়, ২০২০ সালে সরকারিভাবে ইপিএস'র আওতায় দক্ষিণ কোরিয়ায় যান সঞ্জিব। গত কয়েক দিন আগে তিনি ছুটি কাটিয়ে বাড়ি থেকে দক্ষিণ কোরিয়ায় তার কর্মস্থলে যান। এদিকে শান্ত গত চার মাস আগে দক্ষিণ কোরিয়া যান। সোমবার ছুটির দিন থাকায় তারা বন্ধুদের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বুসান শহরের সমুদ্রে যান। পরে সবাই মিলে সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে তীব্র স্রোতে সঞ্জিব ও শান্ত তলিয়ে যান। উদ্ধার কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন। তাদের মৃতু্যর খবর পাওয়ার পর থেকে থামছে না পরিবারের আহাজারি। বারবার মূর্ছা যাচ্ছেন নিহতদের বাবা-মা'সহ আত্মীয়-স্বজনরা।
নিহত সঞ্জিবের চাচা আতিকুর রহমান জীবন বলেন, সোমবার দুপুরে তারা জানতে পারেন সঞ্জিব বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে হঠাৎ করে স্রোতের সঙ্গে তলিয়ে যায়। পরে সেখানের উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করেন।
নিহতের ভাগিনা কামরান হোসাইন শান্ত জানান, সেখানে সরকারি ছুটি থাকায় তারা কয়েকজন মিলে সাগরে গোসল করতে নামেন। তার মামাসহ আরও কয়েকজন সাঁতার কাটতে কাটতে সমুদ্রের গভীরে চলে গেলে স্রোতে তলিয়ে যান সঞ্জিব।
এদিকে শান্তর পরিবারের লোকজন জানান একই কথা। তারা বলেন, তাদের সঙ্গে থাকা অন্যরা তীরে আসলেও দুইজন আসতে পারেননি। তাদের লাশ বর্তমানে সেখানে একটি হাসপাতালে রাখা আছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।