তারাকান্দা সদর ইউপি চেয়ারম্যানকে ফাঁসাতে চক্রান্তের অভিযোগ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১নং তারাকান্দা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান খাদেমুল আলম শিশিরকে মিথ্যা অভিযোগ দিয়ে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের চক্রান্তের অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। দেশের পরিবর্তিত পরিস্থিতির সুযোগে একটি মহল তার বিরুদ্ধে সরব হয়ে উঠেছে বলে দাবি করেন ইউপি চেয়ারম্যান শিশির। তিনি বলেন, 'ইতোমধ্যে ইউপি সদস্যদের যোগসাজশে আমার বিরুদ্ধে মনগড়া তথ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন স্থরে একটি মিথ্যা লিখিত অভিযোগও করেছেন। ইউপি সদস্য মোতালেবের নির্দেশে গত ৯ সেপ্টেম্বর একটি বাহিনী লাঠিসোঁটা নিয়ে ইউনিয়ন পরিষদে ভাঙচুর, অফিসিয়াল প্রমাণাদি লুটপাট ও আমাকে প্রাণে মারতে আসে। পরিষদে হামলা ও আমার নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করি।' জানা যায়, গত ২৫ আগস্ট ১নং তারাকান্দা সদর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্যগণের পক্ষে উলেস্নখ করে মোতালেব নামের একজন ইউপি সদস্য তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। সেখানে চেয়ারম্যান শিশিরের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট তথ্য ছাড়াই মনগড়া প্রকল্পের নাম দিয়ে লাগামহীন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করা হয়। সেখানে একটি ইউনিয়নে যত ধরনের কর্মকান্ড বাস্তবায়ন হয় তার প্রায় সবগুলোর নাম দিয়ে মিথ্যা দুর্নীতির অভিযোগ করা হয়। নির্দিষ্ট করে কোনো প্রকল্পে কী ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়েছে তার কিছুই উলেস্নখ করতে পারেনি। তারাকান্দা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অভিযোগকারী ইউপি সদস্য মোতালেবের কাছে জানতে চাইলে তিনি নির্দিষ্ট কোনো প্রকল্পের দুর্নীতির বিষয়ে বলতে পারেননি। তিনি বলেন, 'অভিযোগ লেখার সময় আমি ছিলাম না। সব কিছু ইউপি সদস্য আমিন ভাই জানে।' উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা জানান, 'ইউপি সদস্যদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষী সাব্যস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'