শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

পদ্মায় বালু উত্তোলনের দায়ে একজনের কারাদন্ড

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পদ্মায় বালু উত্তোলনের দায়ে একজনের কারাদন্ড

মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক মনির হোসেনকে ত্রিশ দিনের কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুলস্নাহ আল মামুন। সোমবার বিকালে অভিযান শেষে এ সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সোমবার বিকালে অভিযান পরিচালনা করা হয় পদ্মা নদীতে। এসময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত উপজেলার নূর উদ্দিন মুন্সীরকান্দি এলাকার কালু মৃধার ছেলে মনির হোসেনকে আটক করা হয়। ইউএনও আব্দুলস্নাহ আল মামুন বলেন, 'পদ্মা নদীসহ উপজেলার নদ-নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।'

তিনি আরও বলেন, 'গত বুধবার এবং শুক্রবার আমরা দুটি ড্রেজার জব্দ করে বিনষ্ট করেছি এবং জড়িতদের দুই লাখ টাকা জরিমানা করেছি। সোমবার একজনকে আটক করে কারাদন্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে